Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালতের কাঠগড়ায় কিংবদন্তি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

এবার যৌন নিগ্রহে অভিযুক্ত কিংবদন্তী সংগীত শিল্পী বব ডিলান। নিউইয়র্কের এক আদালতে তার বিরুদ্ধে যৌন অত্যাচারের অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। মহিলার দাবি, প্রায় ৬০ বছর আগে তার বয়স যখন মাত্র ১২ বছর ছিল তখন তাকে যৌন নিগ্রহ করেন মার্কিন রক ও ফোক লেজেন্ড বব ডিলান।
গত শুক্রবার দায়ের করা মামলায় বব ডিলানের বিরুদ্ধে বলা হয়েছে ১৯৬৫ সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যে প্রায় ৬ সপ্তাহ ধরে অভিযোগকারিনীর উপর অত্যাচার চালান বব ডিলান। তার স্টার স্টেটাসের সুযোগ নিয়ে বব ডিলান ওই বালিকাকে মদ্যপান ও ড্রাগ সেবনে বাধ্য করতেন।

নেশার সুযোগ নিয়ে লাগাতার যৌন নির্যাতন করেছেন। ৮০ বছরের বব ডিলানের বিরুদ্ধে এই অভিযোগও উঠেছে, শারীরিক নির্যাতনেরও। মহিলা দাবি করেছেন নিউইয়র্কে বিখ্যাত হোটেল এবং বব ডিলান তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টেই এই নির্যাতন চালান। ইউএসএ টুডে’কে দেওয়া বিবৃতিতে ববের মুখপাত্র জানিয়েছেন, ‘এই সব দাবি মিথ্যে এবং এর যোগ্য জবাব ফিরিয়ে দেওয়া হবে।’

বব ডিলানকে সর্বকালীন সেরা সিঙ্গার-সংরাইটার বলে মনে করেন বহু মানুষ। ৬০-এর দশকে তার সংগীত জীবনের শুরু। এখনও পর্যন্ত মোট ১২৫ মিলিয়ন রেকর্ড বিক্রি হয়েছে সারা বিশ্বে। ২০১৬ সালে তাকে সাহিত্যে নোবেল সম্মান দেওয়া হয়। সূত্র : সিএনবিসি, গালফ নিউজ।



 

Show all comments
  • salman ১৮ আগস্ট, ২০২১, ৭:২৯ এএম says : 0
    Past is Past. ato din kothai selaa?? akhon $$$ er love a Mamla korso??
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ