মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পুরনো ফ্রিজ কিনে বাজিমাত! সবাই ভাবছেন এ আবার কী করে সম্ভব? দক্ষিণ কোরিয়ার এক যুবকের সঙ্গে তেমনই কান্ড ঘটেছে। যদিও ফ্রিজ থেকে উদ্ধার হওয়া টাকা ওই যুবক নিজে হস্তগত করেননি। পরিবর্তে তিনি পুলিশের হাতে তুলে দিয়েছেন।
সম্প্রতি একটি পুরনো ফ্রিজ কেনার ভাবনাচিন্তা ছিল যুবকের। অনলাইন বিপণন সংস্থায় পছন্দসই ফ্রিজ পেয়ে যান। অর্ডারও দিয়ে দেন। কয়েকদিনের মধ্যে বাড়িতেও চলে আসে। অর্ডার দেওয়া জিনিস বাড়িতে এসেছে বলে কথা!
যুবক তাড়াহুড়ো করে ফ্রিজটি পরিষ্কার করা শুরু করেন। কিন্তু ফ্রিজের ঢাকনা খুলতেই তিনি কার্যত হতভম্ব হয়ে যান। দেখেন ফ্রিজে সাজানো রয়েছে কমপক্ষে নগদ ৯৬ লাখ টাকা। এত টাকা দেখে অবাক হওয়াই স্বাভাবিক।
টাকা নিয়ে চুপচাপ থাকতে পারতেন। তবে তাতে আইনি বিপাকে জড়িয়ে পড়ার আশঙ্কা ছিল প্রবল। সে কারণে কোনও ঝুঁকি নেননি ওই যুবক। দ্রæত পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। খুলে বলেন গোটা বিষয়টি। ৯৬ লাখ টাকার কথা শুনে হতচকিত হয়ে যায় পুলিশও।
বর্তমানে ওই বিপুল টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ফ্রিজের বিক্রেতার খোঁজ চলছে। তবে দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, যদি টাকার আসল মালিককে চিহ্নিত করা না যায় তাহলে ২২ শতাংশ কেটে নিয়ে বাকি ফ্রিজের ক্রেতাকে দিয়ে দেওয়া হবে।
তবে ফ্রিজ থেকে বাজেয়াপ্ত হওয়া টাকা যদি কোনও অপরাধমূলক কাজের মাধ্যমে উপার্জিত হয়, তবে তা আর ফেরত পাবেন না কেউই। পরিবর্তে টাকার প্রকৃত মালিকের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। সূত্র : ওয়ার্ল্ড টুডে নিউজ, ফ্লিপবোর্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।