মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রায় ১৮ মাস পর অন্ধ্রে খুলল স্কুল। গত বছর মার্চ থেকে করোনার কারণে সাড়া দেশের সঙ্গে অন্ধ্রেও বন্ধ ছিল স্কুলশিক্ষা। অন্ধ্র শিক্ষা দফতর সূত্রে খবর, ঘোষণা মতোই রাজ্যের বিভিন্ন মাধ্যমের সরকারি স্কুলগুলোকে ইংরাজি মাধ্যমে রূপান্তর করা হয়েছে। নতুন এ ব্যবস্থার প্রতি শিক্ষার্থীদের অসুবিধা দূর করতে দ্বিভাষিক পাঠ্যবই, ডিকশনারি এবং স্কুলের পোশাক বিতরণ করা হয়েছে।
জানা গেছে, অন্ধ্র প্রদেশে ৪৫ হাজার সরকারি স্কুল রয়েছে। সেই স্কুলগুলোর মধ্যে ১৫,৭১৫টি স্কুলের পরিকাঠামোর আমূল বদল আনা হয়েছে। ছাত্র এবং ছাত্রীদের জন্য পৃথক শৌচাগার। ২৪ ঘণ্টা পানুর ব্যবস্থা, পানীয় জলের মেশিন, পাখা, টিউব লাইট এবং আসবাব। নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে স্কুলগুলোকে। এমনকি ইংলিশ শিক্ষার পৃথক ল্যাবরেটরিও তৈরি হয়েছে প্রতি স্কুলে।
শিক্ষা দফতর সূত্রে খবর, মোট ৩৬৬৯ কোটি টাকা খরচ করে এই বদল ঘটানো হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ১৬,৩৬৮টি স্কুল সংস্কার করা হবে। এই খাতে বরাদ্দ করা হয়েছে ৪ হাজার ৫৩৫ কোটি টাকা। এদিকে, আরও কমল দেশের দৈনিক সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৬৬ জন। একদিনে দেশে করোনার মারা গেছে আরও ৪৩৭। অন্য রাজ্যগুলিতে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কেন্দ্রের চিন্তা বাড়িয়েই চলেছে কেরল ও মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই দুই রাজ্যেই নতুন করে আক্রান্ত হলেন ১৬ হাজারের বেশি। দুই রাজ্যে একদিনে করোনার বলি ২৪৩।
সার্বিকভাবে দেশের করোনা-গ্রাফ স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৬৬ জন, মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। গত ১৫৪ দিনের মধ্যে এটাই দেশের সর্বনিম্ন সংক্রমণ। তবে কেরল ও মহারাষ্ট্রে সংক্রমণের বিদ্যুৎ গতি অব্যাহত রয়েছে। একদিনে শুধু কেরলেই নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজারের বেশি মানুষ। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ১৪৫ জন। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ২২ লক্ষ ৫০ হাজার ৬৭৯ জন। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৩২ হাজার ৭৯ জন। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।