Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিদির কোলেই ফিরছেন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি অতীতে ছিলেন তৃণমূল কংগ্রেসের সমর্থক। বিভিন্ন সময় মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা যেত তাকে। যদিও সিনেমার বাইরে রাজনীতি নিয়ে খুব একটা সরব ছিলেন না। তবে মমতার পক্ষে একাধিকবার কথা বলতে দেখা গেছে তাকে।
কিন্তু চিত্রপট পাল্টে যায় পশ্চিমবঙ্গের গত বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে। সবাইকে অবাক করে শ্রাবন্তী নাম লেখান বিজেপিতে। নায়িকা নির্বাচনে অংশ নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েও হেরে যান। এরপর থেকে শ্রাবন্তী আর রাজনৈতিক ইস্যুতে জনসমক্ষে আসেননি।
তবে নতুন করে গুঞ্জন উঠেছে, শ্রাবন্তী পুনরায় তৃণমূলেই ফিরছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছে। আর এই চর্চার মূলে রয়েছে মুখ্যমন্ত্রী মমতার একটি চিঠি।
গত ১৩ আগস্ট ছিল শ্রাবন্তীর জন্মদিন। এ উপলক্ষে তাকে শুভেচ্ছাবার্তা পাঠান মমতা। সেখানে লেখা রয়েছে, ‘প্রিয় শ্রাবন্তী, শুভ জন্মদিনে আমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আগামীতে আসুক আরও সাফল্য, আরও আনন্দ, এই শুভেচ্ছা রইল। পরিবারের সকলকে নিয়ে ভাল থেকো সুস্থ থেকো’।
মমতার এই চিঠি পেয়ে ভীষণ উচ্ছ¡সিত শ্রাবন্তী। তিনি চিঠির ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। এটা আমার জন্মদিনের সেরা উপহার। ধন্যবাদ দিদি’।
মমতার শুভেচ্ছা বার্তা পাঠানো থেকেই ধারণা করা হচ্ছে, তিনি শ্রাবন্তীকে ক্ষমা করে দিয়েছেন। আবারও ঘাস ফুলে নিতে চাইছেন। আর শ্রাবন্তীর উচ্ছ¡াসও বলে দিচ্ছে, তিনি মমতার কোলে ফিরতে আগ্রহী। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ