Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনলাইনে স্বপ্নদলের নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২১

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

নাট্যাচার্য সেলিম আল দীন-এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নাট্যসংগঠন স্বপ্নদল আগামী ১৮-১৯ আগস্ট বুধ ও বৃহস্পতিবার অনলাইনে আয়োজন করছে দু’দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোাৎসব ২০২১’। নাট্যাচার্যের জন্ম ও প্রয়াণদিবস স্মরণে স্বপ্নদলের নিয়মিত উৎসব-আয়োজনের ২৪তম এ আসরের স্লোগান, ‘বন্দনার গান আর শিল্পের সুনীল আখ্যান, নাট্যাচার্যের প্রেরণায় আজ নবীন ধাবমান’। প্রয়াত নাট্যজন এস এম মহসীনের স্মৃতির উদ্দেশে আয়োজনটি উৎসর্গ করছে স্বপ্নদল। উৎসবের প্রথম দিন ১৮ আগস্ট সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যাচার্যের সমাধিতে পুষ্পঞ্জলি অর্পণ করবে স্বপ্নদল। এরপর রাত আটটায় ফেসবুক লাইভে নাট্যাচার্যের জীবন-কর্ম-দর্শন সম্পর্কিত আলোচনা, ‘অপরিহার্য সেলিম আল দীন ও স্বপ্নদলের বন্ধুর অভিযাত্রা’ প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ ‘নাট্যাচার্য সেলিম আল দীন : নবীন প্রজন্মে প্রেরণা-প্রভাব’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। এতে মূল-আলোচনা উপস্থাপন করবেন স্বপ্নদলের প্রধান সম্পাদক নাট্যজন জাহিদ রিপন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান নাট্যজন ড. সোমা মুমতাজের সভাপতিত্বে অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করবেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, নাট্যজন ড. আফসার আহমদ, ভারতের নির্দেশক-অভিনেতা-লেখক নাট্যজন আশিস চট্টোপাধ্যায়, ভারতের নাট্যগবেষক-সমালোচক নাট্যজন অংশুমান ভৌমিক প্রমুখ। সঞ্চালনা করবেন স্বপ্নদলের জ্যেষ্ঠ সদস্য নাট্যজন জুয়েনা শবনম ও নাট্যজন শিশির সিকদার। দ্বিতীয় দিন ১৯শে আগস্ট বৃহস্পতিবার রাত আটটায় ‘অপরিহার্য সেলিম আল দীন ও স্বপ্নদলের বন্ধুর অভিযাত্রা’ প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং স্বপ্নদল প্রযোজনা জাহিদ রিপনের নির্দেশনায় নাট্যাচার্য সেলিম আল দীন-এর কালজয়ী সৃষ্টি ‘হরগজ’-এর অনলাইন ডিজিটাল সম্প্রচার অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বপ্নদল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ