প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১৮৯৭ সালে প্রকাশিত ব্রাম স্টোকারের ক্লাসিক হরর উপন্যাস ‘ড্রাকুলা’র একটি অবিচ্ছেদ্য চরিত্র আর এম রেনফিল্ড। রেনফিল্ড কাউন্ট ড্রাকুলার এক ক্রীড়নক যে অমরত্ব লাভের বিশ্বাসে মানব রক্তপানের জন্য পাগলা গারদে বন্দী হয়। রেনফিল্ড ড্রাকুলার কাছে বশ্যতা স্বীকার করে আর তাকে বিভিন্ন জীবন্ত প্রাণী সরবরাহ করে। ‘দ্য টুমরো ওয়ার’ ফিল্মের পরিচালক ক্রিস ম্যাকে ‘রেনফিল্ড’ ফিল্মটি পরিচালনা করবেন। ‘দ্য ওয়াকিং ডেড’ স্রষ্টা রবার্ট কার্কম্যানের খসড়া কাহিনী থেকে রায়ান রিডলি চিত্রনাট্য লিখেছেন। ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে স্কাইবাউন্ড এন্টারটেইনমেন্টের কার্কম্যান, ডেভিড অ্যালপার্ট, ব্রায়ান ফার্স্ট এবং শন ফার্স্ট ফিল্মটি প্রযোজনা করছেন। হোল্টের সাম্প্রতিক ফিল্মের মধ্যে আছে ‘দোওজ হু উইশ মি ডেড’; মুক্তির প্রতীক্ষায় আছে হুলু’র কমেডি ‘দ্য গ্রেট’। সার্চলাইট পিকচার্সের ‘দ্য মেনু’তেও হোল্টকে দেখায় যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।