বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে মৃত্যুর সংখ্যা ৬শ’তে পৌছল, আক্রান্ত ৪১ হাজার ৩৪২। এরমধ্যে দক্ষিণাঞ্চলের ৬% জনসংখ্যার বরিশাল মহানগরীতেই আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২৭০। মৃত্যু হয়েছে ৯৭ জনের। শোক দিবসের ছুটির কারণে সোমবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় নমুনা পরিক্ষার সংখ্যা আগের দিনের তুলনায় অর্ধেকেরও বেশী হ্রাস পাওয়ায় শনাক্তের সংখ্যাও সমহারে কমেছে। গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলের ৬ জেলায় মাত্র ৭৭১ জনের নমুনা পরিক্ষায় ১৮৭ জনে দেহে করোনা পজিটিভ শনাক্ত হলেও এসময়ে বরিশালে উজিরপুরে একজন এবং ভোলা সদর ও শহরে দুজন ছাড়াও লালমোহন ও দৌলতখানে আরো ২জন সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে ১,৫০৫ জনের নমুনা পরিক্ষায় ৩৯৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। মৃত্যুর সংখ্যা অবশ্য ৫ জনই ছিল।
এনিয়ে চলতি মাসের প্রথম ১৫ দিনে দক্ষিনাঞ্চলে সংক্রমনের শিকার ৭ হাজার ৩২৬ জনের মধ্যে মৃত্যু হল ১২৬ জনের। অথচ গত মাসের একই সময়ে শনাক্ত ৭ হাজার ২৪৫ জনের মধ্যে মৃত্যু হয়েছিল ৬২ জনের। এহিসেবে গতমাসের তুলনায় সংক্রমন সংখ্যা খুব না বাড়লেও মৃত্যুর সংখ্যা বেড়েছে দ্বিগুনেরও বেশী। ওয়াকিবাহল মহলের মতে, যেহেতেু সাম্প্রতিককালে দক্ষিণঞ্চলের গ্রামেগঞ্জে করোনার ব্যাপক সংক্রমন শুরু হয়েছে, তাই চিকিৎসা সুবিধা বঞ্চিত এলরাকায় সংক্রমন ও মৃত্যুর সংখ্যাও বাড়ছে। স্বাস্থ্য বিভাগের হিসেবে গত ১ জুলাই দক্ষিণাঞ্চলে নমুনা পরিক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১৫.২৯%, যা ১৬ জুলাই ১৮.৬৬%-এ বৃদ্ধি পায়। অপরদিকে গত ১ আগষ্ট শনাক্তের হার ২১.৪৭% থাকলেও সর্বশেষ সোমবার, ১৬ আগষ্ট তা ২২.৬২%-এ বৃদ্ধি পেয়েছে।
গত ২৪ ঘন্টায় দক্ষিনাঞ্চলে সর্বোচ্চ শনাক্ত ছিল দ্বীপজেলা ভোলাতে ৭৮ জন। এসময়ে জেলাটিতে ৩০৯ জনের নমুনা পরিক্ষায় শনাক্তের এ সংখ্যা ধরা পড়লেও মৃত্যু হয়েছে ৪ জনের। এনিয়ে জেলাটিতে ৫ হাজার ৭৮৩ জন আক্রান্তের মধ্যে ৭২ জনের মৃত্যু হল।
এসময়ে বরিশালে নতুন সংক্রমনের শিকার হয়েছেন আরো ৭৭ জন। যারমধ্যে মহানগরীতেই আক্রান্তের সংখ্যা ৪২। এসময়ে ১ জন সহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১৯৭ জনে উন্নীত হল। মোট আক্রান্ত ১৬ হাজার ৯৫৩। বরিশালে এখনো সংক্রমন হার দক্ষিণাঞ্চলে তৃতীয় সর্বোচ্চ ২৫.৫২%।
পটুয়াখালীতে সংক্রমন হার কিছুটা কমে গত ২৪ ঘন্টায় ২০১ জনের নমুনা পরিক্ষায় ২০ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে ইতোমধ্যে ৫ হাজার ৬৬৯ জনের নমুনা পরিক্ষায় ১০১ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে মৃত্যুহার এখনো দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ, ১.৭৮%।
পিরোজপুরে গত ২৪ ঘন্টায় মাত্র ১৫ জনের নমুনা পরিক্ষায় ৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দক্ষিণাঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমনের শিকার এ জেলাটিতে এপর্যন্ত ৪ হাজার ৯৯৯ জন আক্রান্তের মধ্যে ৭৯ জনের মৃত্যু হয়েছে। তবে গত দিন দশেক যাবত খুলনাÑবাগেরহাটের সীমান্তবর্তী এ জেলায় নমুনা পরিক্ষার সংখ্যা যথেষ্ঠ কম। অথচ জেলাটিতে শনাক্তের হার ২৫.৮৬%।
বরগুনাতে গত ২৪ ঘন্টায় কোন নমুনা পরিক্ষাই হয়নি। অথচ দক্ষিনাঞ্চলে সর্র্বার্ধীক মৃত্যু হারের এ জেলাটিতে সম্প্রতিককালে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘন্টায় জেলাটিতে ইতোপূর্বের নমুনা সংগ্রহের ৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। বরগুনায় এপর্যন্ত ৩,৫১৮ জন আক্রান্তের মধ্যে ৮৩ জনের মৃত্যু হয়েছে। জেলাটিতে মৃত্যুহার এখনো ২.৩৬%।
দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ সংক্রমন হারের ঝালকাঠীতেও গত ২৪ ঘন্টায় মাত্র ৪৪ জনের নমুনা পরিক্ষায় ৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে এপর্যন্ত ৪ হাজার ৪২০ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৬৮ জনের। শনাক্তের হার ২৬.৯৮%।
আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে দক্ষিণাঞ্চলে গত ২৪ ঘন্টায় ৮৮০ জন সহ সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ২৫ হাজার ১৪৬ জন। সুস্থতার হার আরো কিছুটা বেড়ে এখন ৬০.৮২%।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।