Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার শহরে মাদকসেবী কিশোর গ্যাং এর হাতে কাউন্সিলর পুত্র খুন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ২:৫২ পিএম

কক্সবাজার শহরের বইল্যা পাড়া এলাকায় উকৌশল্যা অগ্যমেধা বৌদ্ধ মন্দির কম্পাউন্ডে মাদকসেবী কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে কাউন্সিলর পুত্র সেজান নিহত হয়েছে।

১৬ আগষ্ট সোমবার সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
নিহত ওই যুবকের নাম শাহজাহান প্রকাশ সেজান তার পিতা নুর মোহাম্মদ কক্সবাজার শহরের ১১নং ওয়ার্ড কাউন্সিলর।
ঘটনা প্রসঙ্গে সেজানের পিতা কাউন্সিলর নূর মোহাম্মদ কিছুই জানেন না বলে জানান। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনা শুনে তিন হাসপাতালে আসেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনিরুল গিয়াস এ প্রসঙ্গে বলেন, ঘটনার সাথে কারা জড়িত কিভাবে জড়িত এখনো জানা যায়নি। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
তবে জিজ্ঞাসাবাদের জন্য এক বা একাধিক জনকে পুলিশ হেফাজতে নেয়া হতে পারে।

পুলিশ সূত্রে জানা গেছে, সেজানকে ওই এলাকায় নিয়ে আসা তার দূরসম্পর্কিত এক আত্মীয় খোরশেদ আলম নামের এক যুবককে পুলিশ ইতিমধ্যে হেফাজতে নিয়েছে।

স্থানীয় জনসাধারণ জানায়, সম্প্রতি বৌদ্ধমন্দির সংলগ্ন কম্পাউন্ড এলাকাটি মাদকসেবী ও ছিনতাই কারীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। সেখানে প্রায় সময় মাদকসেবী ও কিশোর গ্যাং সদস্যরা আড্ডা দিয়ে থাকে।
সেজানকে হয়তো ওই আড্ডায় নিয়ে এসেছিল কেউ। দুই গ্রুপের মতবিরোধ ও কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের কেউ তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।
লাশ কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে খবর পেয়ে সেখানে যান সেজানের পিতা কাউন্সিলর নুর মোহাম্মদ ও তার মাতা। দুজনেই কান্নায় ভেঙ্গ পড়েন এবং তারা জানান তারা ঘটনার কিছুই জানেন না। হত্যাকাণ্ডের পর তারা খবর পেয়ে সেখানে যান।

কাউন্সিলর নূর মোহাম্মদ জানান, তার ছেলে সেজান পড়ালেখা করতো। সে একজন ভালো ছেলে। মদক সেবনের প্রতিবাদ করায় হয়ত তাকে কেউ ভুল বুঝিয়ে ওখানে নিয়ে হত্যা করেছে। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

 



 

Show all comments
  • jahir ১৬ আগস্ট, ২০২১, ৩:১১ পিএম says : 0
    good job
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাউন্সিলর পুত্র খুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ