Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ১:৫৭ পিএম

সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় আজমীর হোসেন (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার (১৬ আগস্ট) ভোর ৫টায় সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া বাবুলিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আজমীর হোসেন আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বাসিন্দা ও গ্রামীণ ব্যাংকের নাভারণ শাখায় কর্মরত বলে জানা গেছে।
নিহতের ভাই আছাফুর রহমান জানান, সকালে সে বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ছয়ঘরিয়ায় পৌঁছুলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ অতিবাহিত হলেও কেউ এগিয়ে না আসায় মরদেহটি সেখানে পড়েছিল। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহটি উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুখোমুখি সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ