Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে এলজিইডির শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে রাজধানীর এলজিইডি ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকালে এলজিইডি সদর দপ্তরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান। এ সময় সদর দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীগণ, তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণ, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ, নির্বাহী প্রকৌশলীসহ এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিকালে জাতির জনকের ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান। তিনি বঙ্গবন্ধুর জীবন, আদর্শ, দেশপ্রেম, স্বাধীনতা উত্তর দেশ গঠনে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ১৫ আগস্টের শোককে শক্তিতে রুপান্তর করার মাধ্যমে আলোচনায় অংশগ্রহণকারীদের দেশ গঠনে আত্মনিয়োগ করার আহবান জানান। আলোচনায় সকল অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলীসহ সারাদেশের প্রকৌশলীগন অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় শোক দিবস

১৫ আগস্ট, ২০২২
১৫ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ