Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিশান্ত ভাট থেকে যে জন্য দূরত্ব বজায় রাখেন শমিতা শেট্টি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

বলিউডের চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের উপস্থাপনায় স্ট্রিমিং মাধ্যমের জন্য ’বিগ বস ওটিটি’ অংশ নিচ্ছেন শিল্পা শেট্টির বোন এবং অভিনেত্রী শমিতা শেট্টি আর কোরিওগ্রাফার নিশান্ত ভাট। সম্প্রতি পর্বে চমকে দেবার মত এক তথ্য প্রকাশ করেছেন শমিতা। সহ-প্রতিযোগী দিব্যা আগারওয়ালের কাছে নিশান্তের কাছ থেকে দূরে থাকার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে শমিতা জানান নিশান্ত একবার সীমা লঙ্ঘন করেছিলেন যাতে তিনি অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। শমিতা বলেন, ‘আমি ঘটনাটির বিষদ বলতে চাই না, তবে তিনি সীমা অতিক্রম করেছিলেন আর আমার তা পছন্দ হয়নি। আমি কঠিনভাবে তাকে বলেছিলাম তিনি ভুল করছেন এবং তিনি এরপর আমার সঙ্গে আর কথা বলেননি। আমি তার সঙ্গে এরপর থেকে দূরত্ব বজায় রেখে চলার সিদ্ধান্ত নিই কারণ আমি সেই ঘটনা আর মনে করতে চাইনা। এই পর্যায়ে আমি তাকে দেখলে এমনই বোঝাই যে আমি তাকে চিনি।’ উল্লেখিত তিনজন ছাড়া নেহা ভাসিন, রাকেশ বাপাত, রিদিমা পন্ডিত, করণ নাথ, উরফি জাভেদ, আকশারা সিং, প্রতীক সেহেজপাল, মুস জাত্তানা এবং মিলিন্দ গাবা ’বিগ বস ওটিটি’তে অংশ নিচ্ছেন। ভূত সাইটে ’বিগ বস ওটিটি’ স্ট্রিমিং হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শমিতা শেট্টি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ