প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ওয়ার্নার ব্রাদার্সের ডিজটোপিয়ান ক্রাইম থ্রিলার ‘বাই অল’-এ প্রধান ভূমিকায় অভিনয় করবেন ইয়াহিয়া আবদুল-মাতিন টু। ডিসির ‘আকুয়াম্যান’ সিরিজের পরিচালক স্টিভ কেপল জুনিয়র, এই সিরিজেও ইয়াহিয়া ডেভিড কেইন/ ব্ল্যাক মান্টার ভূমিকায় অভিনয় করেছেন। এই অভিনেতাকে মনে রেখেই লিজেন্ডারি এন্টারটেইনমেন্ট এবং গথাম গ্রুপ ‘বাই অল’ ফিল্মটি পরিকল্পনা করেছে। ফিল্মটির কাহিনী ডন্টি নামে এক মানুষের যে এক আইনহীন সমাজে বেঁচে থাকর প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে। এই ভবিষ্যতের জগতে ক্রাউড-সোর্সিং পদ্ধতিতে আইনশৃঙ্খলা প্রয়োগ করা হয়। কেপল ওয়ার্নারের জন্য ‘ক্রিড টু’ পরিচালনা করেছেন। তিনি লিজেন্ডারির মেরি প্যারেন্ট এবং অ্যালেক্স গার্সিয়া এবং গথামের এলেন গোল্ডস্মিথ-ভেইন আর এরিক রবিনসনের সঙ্গে ফিল্মটি প্রযোজনা করবেন। আবদুল-মাতিন বর্তমানে ‘আকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’-এর শুটিংয়ে লন্ডন আছেন। এছাড়াও তার হাতে আছে ‘মেট্রিক্স ফোর’, ‘ম্যাড ম্যাক্স’ প্রিকুয়েল ‘ফিউরিওসা’ এবং ‘ইমারজেন্সি কনট্যাক্ট’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।