পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সোনালী ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানালেন সোনালী ব্যাংক লিমিটেড’ পরিচালনা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে শনিবার (১৪ আগস্ট) জাতির পিতার ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ পালন উপলক্ষে ‘জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনালেখ্য’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ আহবান জানান।
সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্যরা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টররা, জেনারেল ম্যানেজারসহ দেশব্যাপী ব্যাংকের সকল কার্যালয় ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা ভার্চুয়ালি যোগদান করেন। পাবলিক রিলেশন্স ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার শামীমা নূর সঞ্চালিত এই আলোচনা সভায় মো. আতাউর রহমান প্রধান তার বক্তব্যে দেশের অর্থনৈতিক উন্নয়নে সোনালী ব্যাংকের অবদানের কথা তুলে ধরে বঙ্গবন্ধুর চেতনা ও জীবনাদর্শে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর সোনালী স্বপ্ন বাস্তবায়নে সবাইকে কাজ করার আহবান জানান। সভার শুরুতে ১৫ আগস্ট, ১৯৭৫ এ নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং নিহতদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।