Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে নেটিজেনদের বিনম্র শ্রদ্ধা

সোশাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২১, ১২:২৮ পিএম

১৫ আগস্ট, ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। নির্মম এ ঘটনাটিকে পালন করা হয় জাতীয় শোক দিবস হিসেবে। দিবসটিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি করেছে। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা ও শোক প্রকাশ করছে নেটিজেনরা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম তার ফেইসবুকে লিখেন, ‘তিনি থাকবেন অনন্তকাল, অবিনশ্বর হয়ে বাঙালি জাতির চেতনায়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের কালরাতে শহীদ বঙ্গবন্ধুর পরিবারবর্গের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।’

চলচ্চিত্র নির্মাতা রফিক সিকদার লিখেন, ‘ইতিহাসের নৃশংস উপাখ্যান। ১৯৭৫ সালের আজকের এই দিনে পিতা শুন্য হয়েছিল বাঙ্গালী জাতি। বাঙ্গালী জাতির আত্মমর্যাদার প্রধান স্তম্ভ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে জাতির জনক পরিবারের সকল শাহাদাতবরণকারীর পবিত্র আত্মার শান্তি কামনাসহ বিনম্র শ্রদ্ধাঞ্জালি।’

সরোয়ার আলম লিখেন, ‘হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে ১৫ আগস্ট ১৯৭৫ এ হায়েনাদের বুলেটের আঘাতে নিহত সকল শহীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।’

দোয়া প্রার্থনা করে সাংবাদিক রফিকুল ইসলাম রনি লিখেন, ‘যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের স্মরণ করছি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায়। মহান আল্লাহ তায়ালা সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

কবিতার ছন্দে আয়শা সিদ্দিকা জেবিন লিখেন, ‘অপলক দৃষ্টিতে দেখছি তোমায় / আঁকছি মনে শুধু প্রেরণা ছবি, বঙ্গবন্ধু তুমি জাতির পিতা / স্বাধীনতার প্রতিচ্ছবি।’

১৫ আগস্টে নিহতদের ছবি শেয়ার করে কাজী কাওসার লিখেন, ‘স্বাধীনতার মহান স্থপতি ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ই আগষ্টের সকল শহীদদের প্রতি বিনম্ৰ শ্ৰদ্ধা জ্ঞাপন কৱছি এবং সকলেৱ আত্নার মাগফেৱাত কামনা কৱছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় শোক দিবস

১৫ আগস্ট, ২০২২
১৫ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ