বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছে। এ সময় আহত হয় অন্তত ১৪ জন। শনিবার (১৪ আগষ্ট) রাত পৌনে ৯ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মঠবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবরের সত্যতা নিশ্চিত করেছে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন।
তিনি জানান, ঘটনাস্থলে তিনজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও দুজন মারা গেছেন। তবে তাৎক্ষনিক নিহতের নাম ঠিকানা জানা যায়নি।
ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সারোয়ার জানান, বৈলর মঠবাড়ী এলাকায় একটি ট্রাক বিকল হয়ে দাঁড়ানো ছিলো। এ সময় ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন। পরে আহতের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরও দুজন মারা গেছেন।
ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হালিম মিয়া বলে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট কাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।