রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা
রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদের নিরাপত্তা প্রাচীর বেষ্টিত পৃথক দু’টি প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি হয়েছে। পুলিশ জানায়, উপজেলা পরিষদের ভি আই পি গেষ্টহাউজ ও উপজেলা পরিষদ কবি হেয়াত মাহামুদ কিন্ডার গার্টেনে ওই চুরি সংঘটিত হয়। সংঘবদ্ধ চোর শনিবার দিবাগত রাতে উপজেলা পরিষদ সংলগ্ন ভিআইপি গেষ্ট হাউজের মূল ফটকের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে একটি মূল্যবান ল্যাপটপ, প্রিন্টার ও একটি পোরলিংক পাওয়ার, ও কবি হেয়াত মামুদ কিন্ডার গার্টেন স্কুলের মূল ফটক ও কম্পিউটার ল্যাবের দরজা ভেঙ্গে কম্পিউটারসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে। আশ্চর্যজনক হলেও সত্য যে, উপজেলা পরিষদের মাত্র ২শ’ গজ এর মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরে ১৫ জন নৈশ প্রহরী দায়িত্বরত থাকার পরেও ওই চুরি সংঘটিত হয়েছে। এদের মধ্যে নির্মাণাধীন উপজেলা পরিষদের নৈশ প্রহরী টিপু সুলতান, বিআরডিবি’র ইয়াছিন আরাফাত ও জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের প্রক্সি দায়িত্বরত নুরু মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে, টিপু সুলতানকে গ্রেফতার করে বাকি দু’জনকে ছেড়ে দেয়া হয়। উল্লেখ্য, অতি সম্প্রতি উপজেলা মহিলা বিষয়ক অফিস থেকেও কম্পিউটার, পানির পাম্প এবং উপজেলা চেয়ারম্যানের কার্যালয় থেকে কম্পিউটার সেট চুরি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।