পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সড়ক দূর্ঘটনায় নিহত কনস্টবলের স্ত্রীর চাকরির ব্যবস্থা করে দিয়ে মানবিক এক দৃষ্টান্ত স্থাপন করলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।
গতকাল শনিবার আরএমপি সদর দপ্তরে নিহত কনস্টেবল কামাল পারভেজের স্ত্রী মোছা. মাহফুজা খাতুনকে আল-আকসা ডেভেলপার্স (প্রা.) লিমিটেড কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেইনী পদে চাকুরির নিয়োগপত্র প্রদান করা হয়। এ সময় পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, আল-আকসা ডেভেলপার্স (প্রা.) লি: এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী, মহানগর কৃষকলীগ নেতা আশিকুর রহমান শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, কনস্টবল কামাল পারভেজ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একজন পুলিশ সদস্য ছিলেন। তিনি গত ২২ মার্চ ২০২০ সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে ২৬ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।