রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝিনাইদহ জেলা সংবাদদাতা
ঝিনাইদহ সদর উপজেলার ৮নং পাগলা কানাই ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বর চাঁন মন্ডলের বিরুদ্ধে ১০ টাকা কেজির কার্ড দেয়ার নামে অর্থ বাণিজ্যের অভিযোগ ওঠেছে। পাগলা কানাই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর কাছে এ অভিযোগ করা হয়। অভিযোগকারীদের কথা শুনে মেয়র ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এসময় কমপক্ষে ১০জন তাদের কাছ থেকে কার্ড করে দেয়ার নামে দুই শত করে টাকা নিয়েছে বলে অভিযোগ করেন। অভিযোগকারীরা বলেন, মেম্বর চান মন্ডল সরকারের দেয়া ১০টাকা কেজি দরে চালের কার্ড করে দেয়ার নামে দুইশ করে টাকা নিয়েছেন। অথচ আমাদের কার্ড দেয়া হয়নি। বড়লোকদের কার্ড দেয়া হয়েছে। তবে ইউপি সদস্য চান মন্ডল অস্বীকার করে বলেন, আমার বিরোধী পক্ষ অর্থের বিনিময়ে কার্ড দিয়ে আমার উপর অহেতুক দোষ চাপাচ্ছে। এ বিষয়ে পাগলাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, তার কাছে চান মেম্বরের বিরুদ্ধে অভিযোগ করেছে। আমি তাকে চার্জ করেছি। টাকা নেয়ার কথা সঠিক বলে মনে হচ্ছে। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আমি বিষয়টি সম্পর্কে জানি না। তবে যাদের কাছ থেকে অর্থ নিয়েছে তারা অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।