Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীমনির পক্ষে মামলা লড়ছেন চিত্রনায়ক আমান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২১, ১০:৫৪ এএম | আপডেট : ১১:৩১ এএম, ১৪ আগস্ট, ২০২১

মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমনিকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে পরীমনির অপরাধ প্রমাণ হওয়ার আগেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ স্থগিত করে মূলত শিল্পীদের সংগঠনটি পরীমনির বিপক্ষে অবস্থান নিয়েছে। তবে এই সংগঠনের আরেক সদস্য চিত্রনায়ক আমান পেশাগত কারণে পরীমনির পক্ষে লড়ছেন। পরীমনির আইনজীবী মুজিবুর রহমানের দলের প্রধান তিন সহকারী আইনজীবীর অন্যতম অভিনয়শিল্পী ও আইনজীবী আমান রেজা। গতকাল (১৩ আগষ্ট) আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি ।

আমান রেজা বলেন, ‘প্রথমত এটা আমার ইমানি দায়িত্ব। আমি বাধ্য। আমার দায়িত্ব আমি পালনে যথাসাধ্য চেষ্টা করছি। আর সহকর্মীর পক্ষে লড়াটা একটা আনন্দের বিষয়। মানে এক ধরনের ভালো লাগা তো কাজ করেই। প্রথম দিনের শুনানিতে ছিলাম না, একটু ঢাকার বাইরে যেতে হয়েছিল। আজ উপস্থিত ছিলাম। এর আগে চলচ্চিত্রের কয়েকটি বিষয়ে আইনি লড়াইয়ে শামিল ছিলেন জানালেন এই অভিনেতা ও আইনজীবী।’

জানা গেছে, এর আগে সর্দার সানিয়াত, অনন্য মামুন, লামিয়া মিমো, লিনা, ফখরুল আরেফিন খানের আইনজীবী হিসেবে কাজ করেছেন আমান রেজা। এছাড়াও লাইভ টেকনোলজি'র আইনি পরামর্শক ও আইনজীবী হিসেবে নিযুক্ত রয়েছেন।

পরীমনির জামিন পাওয়া না পাওয়া প্রসঙ্গে আমান বলেন, ‘তিনি যদি দোষী না হন তাহলে জামিন আজ হোক কাল হোক পাবেনই। আমরা আমাদের আইনি প্রক্রিয়া যথার্থভাবে চালিয়ে যাচ্ছি।’

উল্লেখ্য, পরীমনির মামলার প্রধান আইনজীবী মুজিবর রহমান দলের আট সদস্য নিয়ে পরীমনির পক্ষে লড়ছেন। শুক্রবার (১৩ আগষ্ট) চাওয়া হয়েছিল নায়িকার জামিন। আইনজীবী মুজিবর রহমান জামিনের আবেদনে বলেছেন, পরীমনি একজন ‘প্যানিক অ্যাটাক’র রোগী। দীর্ঘ সময় পুলিশ কাস্টডিতে থেকে অমানবিক নির্যাতনের শিকার হয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন। চিকিৎসার স্বার্থে আসামিকে জামিন দেওয়া হোক। আবেদনে আরো বলা হয়, ‘পরীমনির বিরুদ্ধে ১৮.৫ লিটার মদ ও অন্যান্য মাদক রাখার অভিযোগ করা হয়েছে, যা আসামির দখল থেকে উদ্ধার করা হয় নাই।’

আমান ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি ডিগ্রি গ্রহণ করেছেন। বাংলাদেশে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে এলএলএম পড়েছেন। মালয়েশিয়ায় তার নিজস্ব ব্যবসা রয়েছে। দেশে আইন ব্যবসায়ে নিজেকে জড়িত করতে আগ্রহী আমান রেজা চলচ্চিত্রে এসেছেন অনেকটা হঠাৎ করেই। ২০০৮ সালে পল্টনের এক স্টুডিওতে ফটোগ্রাফার এল কে লিটনের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে প্রযোজক গোলাম মোরশেদের সঙ্গে পরিচয় হয়। তারপর পরিচালক হাফিজ উদ্দিনের ছবি ‘সেই তুফান’-এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। প্রথম অভিনীত চলচ্চিত্র সেই তুফান হলেও মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি রেজা লতিফের ‘ভালোবাসার শেষ নেই। 



 

Show all comments
  • Mizanur Rahman Miazi ১৪ আগস্ট, ২০২১, ১:৫৪ পিএম says : 0
    যাইহোক অবশেষে,নায়িকার বিপদে একজন নায়ক ঝাপিয়ে পড়েছে,এটাই সব থেকে বড় কথা,বাস্তব বড় অসাধারণ।
    Total Reply(0) Reply
  • সবুজ ১৪ আগস্ট, ২০২১, ২:০১ পিএম says : 0
    সুযোগ থাকলে আমি ও লড়তাম, সে কোন চুরি করে নাই, দেশের কোটি কোটি টাকা চুরি করে নিয়ে যাচ্ছে তাদের বিচার নাই, জিন পরী নিয়ে টানাটানি
    Total Reply(0) Reply
  • Abdul Ahad ১৪ আগস্ট, ২০২১, ২:৩০ পিএম says : 0
    আমান ভাইয়ের জন্য শুভ কামনা রইলো
    Total Reply(0) Reply
  • Mokhlesur Rahman ১৪ আগস্ট, ২০২১, ২:৩১ পিএম says : 0
    I urges all humenbeing should stand beside Pori Moni .
    Total Reply(0) Reply
  • Rajab Ali ১৪ আগস্ট, ২০২১, ২:৩২ পিএম says : 0
    ন্যায় বিচার পাওয়ার অধিকার তারও আছে।
    Total Reply(0) Reply
  • Mohammed Sajib Sarkar ১৪ আগস্ট, ২০২১, ২:৩৩ পিএম says : 0
    উনি আবার নায়ক কবে হলো? এই প্রথম মেবি দেখতেছি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারকা কেলেঙ্কারি

১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ