মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের ৩৬ টি প্রাদেশিক রাজধানীর মধ্যে ইতোমধ্যে ১৮ টি তালেবানের দখলে এসেছে। আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ১৮টি প্রদেশের রাজধানী দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। মাত্র আট দিনের মধ্যে তারা এসব প্রাদেশিক শহর দখলে নেয়।
শুক্রবার ২৪ ঘণ্টার ব্যবধানে তারা আটটি প্রাদেশিক রাজধানী দখল করে নেয় বলে জানায় দেশটির সংবাদ সংস্থা খামা প্রেস।
এ সময় তালেবান যোদ্ধারা কান্দাহার, হেলমান্দ, হেরাত, বাদঘিস, ঘোর, লোগার, জাবুল ও উরুজগান প্রদেশের রাজধানী দখলে নেয়।
এছাড়া পাকতিয়া ও ওয়ারদাক প্রদেশের রাজধানী ছাড়া বাকি সব এলাকা নিয়ন্ত্রণ করছে তালেবান যোদ্ধারা।
তালেবানের অব্যাহত অগ্রযাত্রার মুখে নিজেদের নাগরিক ও দূতাবাস কর্মীদের ফেরত নিতে যুক্তরাষ্ট্র ৩০০০ সেনা আর যুক্তরাজ্য ৬০০ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে।
এছাড়া জার্মানিসহ ইউরোপের অনেক দেশ দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। কোনো কোনো দেশ দূতাবাস বন্ধ করে দেওয়ার কথাও জানিয়েছে।
এদিকে আফগান সরকারি সূত্র আলজাজিরাকে জানিয়েছে, ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে তালেবানকে ক্ষমতার অংশীদার করার প্রস্তাব দিয়েছে সরকার।
কাতারের মাধ্যমে তালেবানদের এই প্রস্তাব দেওয়া হয়েছে। আফগান সরকার ও তালেবানের মধ্যে সংলাপে মধ্যস্থতা করে আসছে দোহা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।