Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আরো পাঁচ জনের মৃত্যু শনাক্ত ৪৬৬

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২১, ৮:৩২ এএম | আপডেট : ১০:২৫ এএম, ১৪ আগস্ট, ২০২১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৬৬ জনের। চট্টগ্রামের ১২টি ল্যাবে দুই হাজার ৩৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার ১৯ দশমিক ৯৭ শতাংশ। শনিবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় নতুন আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ২৯৭ জন এবং বাকি ১৬৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। আগের দিন শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ৬১৬ এবং বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ৫৮৯। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯৪ হাজার ৩৫০ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন এক হাজার ১১৬ জন। চট্টগ্রামে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে গত বছরের ৩ এপ্রিল। করোনায় প্রথম মৃত্যু হয়েছে একই বছরের ৯ এপ্রিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ