Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে দিনে ৩৯ বিচ্ছেদ

সামাজিক যোগাযোগ মাধ্যম ভাঙছে ঘর-সংসার গিলে খাচ্ছে পরিবারের সুখ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

তথ্যপ্রযুক্তি বিশ্বকে এগিয়ে নিলেও মানুষের সুখশান্তি কি কমিয়ে দিচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা পজেটিভ না নেগেটিভ হিসেবে ব্যবহার করছি? অপ্রিয় হলেও সত্য যে, সামাজিক ভারসাম্য বিনষ্ট করার মাধ্যম হয়ে উঠেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। এসব মাধ্যমে নানা কর্ম আর অপকর্ম নষ্ট করছে সমাজ, সংস্কৃতি আর ভাঙছে ঘর-সংসার। আত্মীয়-আত্মীয় এবং পারিবারিক দূরত্ব বাড়াচ্ছে। এতে দুর্বল হচ্ছে সামাজিক বন্ধন, বাড়ছে মানুষে মানুষে সম্পর্কের দূরত্ব।
আইটি বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ বাড়াতে গিয়ে মানুষ হয়ে উঠছে সামাজিক যোগাযোগ ও ডিজিটাল মাধ্যম নির্ভর। ফলে সরাসরি আলাপচারিতা, দেখা সাক্ষাতে মতবিনিময় এবং যোগাযোগ কমে যাওয়ায় নানা নেতিবাচক চিন্তাধারণা সেখানে জায়গা করে নিচ্ছে। অবক্ষয় হচ্ছে সামাজিক অনুশাসন ও মূল্যবোধের।
সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বিনষ্ট হচ্ছে সামাজিক ভারসাম্য ও সম্পর্ক। অনেকের সাজানো গোছানো সুখের সংসারও ভেঙে যাচ্ছে এসব যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট প্ল্যাটফর্মগুলোর কারণে। রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশনের তথ্যমতে, ঢাকা শহরেই গড়ে প্রতিদিন ৩৯টি বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটে এবং প্রতি ঘণ্টায় একটি বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করা হয়। এছাড়া পুরো দেশে বিগত ৭ বছরে তালাকের প্রবণতা বেড়েছে ৩৪ শতাংশ।
বিশেষজ্ঞ এবং ভুক্তভোগীদের অভিযোগ ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেট প্ল্যাটফর্মগুলোর কারণে অপরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হয়ে যাচ্ছে। প্ল্যাটফর্মের অন্যপাশে থাকা ব্যক্তি ভার্চুয়াল পর্দার আড়ালে থাকায় তার দেওয়া চমকপ্রদ তথ্য অনেক সময়েই বিশ্বাসযোগ্য মনে হয়। আর এমন ফাঁদের অন্যতম টার্গেট হচ্ছেন নারীরা। ফলে অনেকের সংসারেই লেগেছে ‘ডিজিটাল আগুন’।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার এক গার্মেন্টস শ্রমিক জানান, ‘টিকটকের মাধ্যমে পরিচিত হয়ে এক ব্যক্তির সঙ্গে মডেল হতে তার স্ত্রী পাড়ি জমান ভারতে। আমার স্ত্রীকে একটি স্মার্টফোন কিনে দিলে সে টিকটক দেখা শুরু করে। পরে টিকটকে নিজেই ভিডিও দিতো। এভাবে কার সঙ্গে যেন পরিচয় হয়। একদিন বাসায় এসে দেখি সে বাড়িতে নেই। ফেসবুকে আমাকে মেসেজ দিয়ে রেখেছে, টিকটকে পরিচয় হইছে একজনের সঙ্গে। তার সঙ্গে সে মডেল হতে ভারত যাচ্ছে। আমাদের একটা পোলা আছে। সেটারে রেখেই চলে গেছে। আমার সংসার শেষ’।
স¤প্রতি টিকটকের নামে মডেল বানানোর লোভ দেখিয়ে ভারতে নারী পাচার করা একাধিক চক্রের খোঁজ পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে অন্যতম ‘টিকটক হৃদয়’। এই হৃদয় ভারতের ব্যাঙ্গালোরে কয়েকশ’ তরুণীকে পাচার করে অনৈতিক কাজ করতে বাধ্য করেছে বলে অভিযোগ আছে।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত এবং সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসা একাধিক ব্যক্তিকেও আটক করে পুলিশ। অনেক ক্ষেত্রেই দেখা যায়, নারীদের এমন ফাঁদে ফেলে তাদের জীবনকে বিষিয়ে তুলছে এমন প্রতারকরা। অনেক নারী বিয়ের পরে তাদের স্বামীদের প্রতারক চেহারা দেখতে পান। অনেকেই আবার বিয়ের আগেই সেসব প্রতারকদের দ্বারা হেনস্তার শিকার হন। ফলে সমাজে অস্থিরতা, ভারসাম্য বিনষ্ট হওয়া এবং বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা বাড়ছে।
মনোবিজ্ঞানীরা বলছেন, আগে ছেলেমেয়েরা পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলে সময় কাটাতেন। আত্মীয়-স্বজনের বাসায় যেতেন। দেখা সাক্ষাৎ হতো। এখন সবাই সামাজিক মাধ্যমে যোগাযোগ করেন। ভালমন্দ জানেন। কিন্তু দেখা সাক্ষাৎ হয় কম। আর বাসায় ছেলেমেয়েদের বেশিরভাগ সময় মোবাইল টিপতেই দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসার ভেঙে গেছে এমন সংখ্যা নেহায়েত কম নয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান খন্দকার ফারজানা রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ইদানিং আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। মানসিকভাবে আমরা অনেকেই ‘আন স্টেবল’ অবস্থায় আছি। এমন অবস্থা থেকে রাগ, ক্রোধ, অবসাদ ও বিষন্নতার মতো নেতিবাচক আবেগ বের হয়ে আসে। আর সেই আবেগের বহিঃপ্রকাশ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাই আমাদেরকে মানসিকভাবে আগে সুস্থ হতে হবে। এতে করে যোগাযোগ থেকে কোন না কোন ‘ভায়োলেন্ট’ প্রকাশ পাচ্ছে। অনেকে মানি লন্ডারিং, আক্রমণাত্মক গেমস, পর্নোগ্রাফির মতো অপরাধেও জড়িয়ে যাচ্ছে।



 

Show all comments
  • Nahid Al Mamun Kenedy ১৪ আগস্ট, ২০২১, ১:০১ এএম says : 0
    ভালো তো। পরকীয়া যেভাবে বেড়েছে। আরও অনেক কিছু হওয়ার বাকী আছে। নারী বাদীদের আন্দোলনের ফসল। পরীমণিরা আছে যখন divorce compulsory . অভ্যস্ত হন আপনাদের সন্তানদের এই trend উপহার দিয়ে যাচ্ছেন। এর পর কথায় কথায় divorce হবে।
    Total Reply(0) Reply
  • Humaun Kabir Sujon ১৪ আগস্ট, ২০২১, ১:০৩ এএম says : 0
    বিচ্ছেদ হবে না! বিয়ে দেওয়ার সময় তো শুধু বড়লোক খোঁজ। এবার থেকে ছেলের স্বভাব চরিত্রও একটু খোঁজ নিও।
    Total Reply(0) Reply
  • Bubli Opu ১৪ আগস্ট, ২০২১, ১:০৩ এএম says : 0
    · বিয়ে হচ্ছে পবিত্র বন্ধন। অকারণে যারা এই পবিত্র বন্ধন ছিন্ন করে তারা অভিশপ্ত।
    Total Reply(0) Reply
  • Rk Kabir Hossain ১৪ আগস্ট, ২০২১, ১:০৪ এএম says : 0
    বিবাহবিচ্ছেদ টা মেয়েরা বেশি করে বনিবনা না হওয়ার কারনে, ওনাদের এক কথা ছেফারেট হও তোমার মা বাবা ভাই বোনদের সাথে আমি থাকতে পারবো না, আর ছেলে বলে ওনারা কার কাছে যাবে আমিও আমার ফ্যামিলি ছাড়া থাকতে পারবোনা, তোমার ভালো লাগলে থাকো না ভালো লাগলে চলে যাও তার জন্যই বিবাহবিচ্ছেদ বেশি
    Total Reply(0) Reply
  • Mohammed Jahangir ১৪ আগস্ট, ২০২১, ১:০৪ এএম says : 0
    নারীর ক্ষমতায়ন সামাজিক অবক্ষয় ফ্যামিলিগত মতের অমিল অসামাজিক কার্যকলাপের কারণে এগুলো দিন দিন বেডেই চলেছে।
    Total Reply(0) Reply
  • Shahadat Hossain ১৪ আগস্ট, ২০২১, ১:০৪ এএম says : 0
    সম্পর্ক টিকিয়ে রাখার জন্য পরিবারের সদস্যদের কিছু জ্ঞান থাকা জরুরি যা বেশিরভাগ পরিবারে ই নেই।
    Total Reply(0) Reply
  • Al Helal ১৪ আগস্ট, ২০২১, ৩:৪৭ এএম says : 0
    মৃত্যু পরবর্তী আখিরাতের অনন্তজীবনের বিস্মরণই ক্ষণস্হায়ী দুনিয়ার মোহ বেড়ে যায়, আর দুনিয়ার মোহ বেড়ে গেলে এমন বিপর্যয়ই স্বাভাবিক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সামাজিক যোগাযোগ

৯ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ