মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পূর্ব লাদাখের গোগরা হাইটস থেকে পুরোপুরি সরে এল ভারত ও চীনের সেনা। ভারতের তরফ থেকে জানানো হয়েছে, গোগরা হাইটস থেকে চীন ও ভারতের সেনা সরানোর প্রক্রিয়া সম্পন্ন। জানা গিয়েছে, গোগরা হাইটস থেকে উভয় দেশের সেনা সরানোর কাজ শেষ হয়েছে। চীন ও ভারতীয় সেনা নিজেদের পুরনো ঘাঁটিতে ফিরে এসেছে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, ভারত-চীন উভয় দেশই গোগরা হাইটস এলাকা থেকে সেনা সরিয়ে নিয়েছে। গত বছর ভারত-চীন সংঘাতের আগে গোগরা হাইটস যেমন ছিল এখন আবার তেমন রূপ ফিরে পেয়েছে।
কিছুদিন আগেই ১২তম সামরিক বৈঠকে বসেছিল ভারত ও চীন। সেই বৈঠকেই গোগরা হাইটস থেকে সেনা সরানোর ব্যাপারে দুই শিবিরের আলোচনা হয়েছিল বলে দাবি। এই এলাকায় গত এক বছরেরও বেশি সময় ধরে উত্তেজনা বিরাজ করছিল। অবশেষে সেনা সরাল উভয় পক্ষই। বৈঠকে সেনা সরানোর ব্যাপারে সম্মতি জানানো হয়। গত সপ্তাহ থেকেই সেনা সরানোর কাজ শুরু হয়েছিল। এদিন সেই প্রক্রিয়া সম্পন্ন হল বলে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, লাদাখে এলএসি বরাবর গত প্রায় দেড় বছর ধরেই উত্তেজনাপূর্ণ আবহ রয়েছে। গত বছরে প্যাংগং লেকের পাশে মুখোমুখি হয় ভারত-চীনের সেনারা। দু’পক্ষের মধ্যে লোহার রড, কাঠ দিয়ে সংঘর্ষ হয়। ঘটনায় শহিদ হন কয়েকজন ভারতীয় সেনা। এরপরেই উভয় পক্ষই ওই এলাকায় হাজারে হাজারে সেনা মোতায়েন করতে থাকে। মজুত করা হয় ভারী হাতিয়ারও। তবে আলোচনার মাধ্যমেই সমস্যা মেটাতে উদ্যাগী হয় ভারত। একের পর এক বৈঠকে অবশেষে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।