Inqilab Logo

বুধবার, ১২ জুন ২০২৪, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৫ যিলহজ ১৪৪৫ হিজরী

গিনিতে করোনার মধ্যেই মারবার্গ ভাইরাসের হানা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

করোনা তান্ডবের মধ্যেই পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে হানা দিয়েছে মারবার্গ ভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। মারবার্গ ভাইরাসকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ভাইরাসগুলোর মধ্যে একটি বলে গণ্য করা হয়। এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের গড় মৃত্যুহার ৫০ শতাংশ।

কিন্তু এ মৃত্যুর হার ৮৮ শতাংশেও পৌঁছাতে পারে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর আসতেই ১৫৫ জনকে পর্যবেক্ষণে রেখেছে গিনির স্বাস্থ্য বিভাগ। এটি যাতে মহামারি রূপ না নিতে পারে সে বিষয়ে সতর্ক রয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে, সিয়েরা লিওন এবং লাইবেরিয়ার সীমান্তের কাছাকাছি একটি গ্রামে এই ভাইরাসের সংক্রমণ ছড়ায়। মারবার্গ ভাইরাস থেকে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ডবিø­ওএইচও।উল্লেখ্য, এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা মুখে কোনো আবেগ প্রকাশ করতে পারেন না। দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ