Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিমকে নির্যাতন ‘জয় শ্রী রাম’ বলতে চাপ, গ্রেফতার ৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

মুসলিম ব্যক্তিকে প্রকাশ্যে নিগ্রহ, জয় শ্রী রাম ধ্বনি দেওয়ার জন্য চাপ দিচ্ছে একদল যুবক। আর ওই ব্যক্তির মেয়ে এবং আরও পাঁচজন তাঁকে ছেড়ে দেওয়ার জন্য কাতর আবেদন করছেন। এমনই একটি হাড় হিম করা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কানপুরের ৩৪ বছরের ওই যুবকের উপর নিগ্রহের ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র।

ভিডিওতে দেখা গিয়েছে, কয়েক জন যুবক গেরুয়া কাপড় পরে আফসার আহমেদ নামে এক টোটো (ব্যাটারিচালিত রিকশা) চালককে নিগ্রহ করছে। আফসারের বিরুদ্ধে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ তুলেছে তারা। যদিও আফসার বারবার বলছেন, তিনি কোনও দেশবিরোধী স্লোগান দেননি। এমনকি তার পাঁচ বছরের মেয়ে উন্মত্ত জনতার হাত থেকে বাবাকে ছাড়ানোর জন্য চেষ্টা করছে।

পুলিশ পরে আফসারকে উদ্ধার করে তাঁকে এবং শিশুকন্যাকে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের পরিচয় হল, অজয় রাজেশ ব্যান্ডওয়ালা, অমন গুপ্তা এবং রাহুল কুমার। কানপুরের পুলিশ কমিশনার অসীম কুমার অরুণ বলেছেন, বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

মাস খানেক আগে কানপুরের গোবিন্দনগর এলাকায় ভিন স¤প্রদায়ের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ বাধে। ডিসিপি বিকাশ পান্ডে জানিয়েছেন, আফসার অভিযোগ দায়ের করেন যে, ভিন স¤প্রদায়ের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ বাধে। স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানান আফসার। তারই প্রতিহিংসায় আফসারকে নিগ্রহ করা হয়েছে পুলিশের অনুমান। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ