Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জম্মু-কাশ্মীরে বিজেপি নেতার বাড়িতে গ্রেনেড হামলা, আহত ৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার খান্ডলিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা জসবির সিংয়ের বাড়িতে গ্রেনেড হামলায় কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটেছে বলে জম্মুর এডিজিপির বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজৌরির খান্ডলি এলাকায় বিজেপি নেতা জসবির সিংয়ের বাড়িতে অজ্ঞাতরা গ্রেনেড হামলা চালিয়েছে।

এদিকে, জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় বিএসএফ একটি দলকে লক্ষ করে গুলি করার পর বৃহস্পতিবার গ্রুপ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে দুই নিরাপত্তা কর্মীসহ চার জন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ‘কুলগামের কাজিগুন্ড এলাকার মালপোরায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে বিএসএফের একটি দলকে লক্ষ করে গুলি চালায় সন্ত্রাসীরা। বিএসএফের এই দলটি জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল। সূত্র : ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ