বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মরণঘাতি করোনাভাইরাসের সংক্রামণ নারায়ণগঞ্জে বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন সোনারগাঁও ও একজন রূপগঞ্জের বাসিন্দা। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯১ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৩৫ জনের। এতে আক্রান্ত হয়েছে ২২৩ জন। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ৬৬৫ জন। তবে এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৮ হাজার ৮৪২ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫২০ জনের।শুক্রবার (১৩ আগস্ট) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১৩৬ জন ও আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৯ জন, সদরে মারা গেছেন ৫১ জন ও আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৯৩ জন, বন্দরে মারা গেছেন ২৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৭২ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৬ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৪৫ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৬০ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৬৫ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৫১ জন।
উল্লেখ্য নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।