Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মমেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ১৬ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২১, ১১:৫৮ এএম

করোনায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ১৮২ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান মুন জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬ জন করোনায় এবং ১০ জন করোনা উপসর্গ নিয়ে মোট ১৬ জনের মৃত্যু হয়।

করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন— ময়মনসিংহ সদরের আব্দুস সালাম (৭৫), সুখ রঞ্জন (৬০), মুক্তাগাছার মমতা বেগম (৪৫), ফুলবাড়িয়ার হাসিনা বেগম (৬০), নেত্রকোনার দুরগাপুরের আয়েশা (৬৫) ও পাবনার অন্তিমা সরকার (৬৫)।

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃতরা হলেন— ময়মনসিংহ সদরের মফিজুল ইসলাম (৬০), হাসিনা বেগম (৬৫), তারাকান্দার ইসরাফিল (৫৫), ভালুকার শাহনাজ (৪৫), গফরগাঁওয়ের রানুজা (৫০), সোহরাব হোসেন (৮০), গৌরীপুরের হজরত আলী (৫৪), ধোবাউড়ার আমেনা বেগম (৪০), ফুরবাড়িয়ার আজিজুল (৯০) ও গাজীপুরের শ্রীপুরের রোকসানা বেগম (৫০)।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১০৭১টি নমুনা পরীক্ষা করা হয় এরমধ্যে আরটি পিসিআর টেস্ট ৯৪ এবং এন্টিজেন টেস্ট ৮২ মোট ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্ত ১৬ দশমিক ৯৯ শতাংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ