Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুটবল মাঠে বাচ্চা কোলে মা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

আমেরিকার ফুটবল লিগের ম্যাচ চলছে। দুই দলের খেলোয়াড়রা বল দখলের লড়াইয়ে ব্যস্ত। এমন সময়ই মাঠে ঢুকে পড়ে দুই বছরের একটি বাচ্চা। ঢুকেই বাচ্চাটি দৌঁড়তে শুরু করে। অবশ্য এর জন্যে খেলায় সমস্যা হয়নি।
মা পিছু ধাওয়া দিয়ে মাঠে প্রবেশ করে ধরে ফেলেন নিজের সন্তানকে। এই ঘটনার ভিডিও ‘মেজর লিগ সকার’ টুইটার হ্যান্ডল থেকে প্রথম আপলোড করা হয়। তারপর তা ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।
আমেরিকার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি সিনসিনাটি এবং অরল্যান্ডো সিটি। ওই ম্যাচ চলার সময়ই মাঠে ঢুকে পড়ে ২ বছরের জাইডেক কারপেন্টার। কিন্তু খেলায় সমস্যা ঘটার মতো পরিস্থিতি তৈরির আগেই জাইডেককে কোলে তুলে নেন তার মা মর্গ্যান টুকের।

এই ঘটনা মাঠে উপস্থিত দর্শকদের মনযোগ আকর্ষণ করেছে। সে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে এই ঘটনার কথা। নেটাগরিকরাও এখন বিভিন্ন মন্তব্য করছেন ওই ভিডিও দেখে। সূত্র : টাইমস নাও, নিউজ ১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ