Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নালিতাবাড়ীতে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ৭:০৪ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে ভটভটি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইকবাল হোসেন (১৭) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ১২ আগস্ট বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে শহরের কালিনগর-বাঘবেড় সড়ক মোড় সংলগ্ন এলাকার শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন রানীগাঁও গ্রামের ইব্রাহিমের ছেলে।


প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, বিকেল তিনটার দিকে মুষলধারে বৃষ্টির সময় রানীগাঁও গ্রামের ইব্রাহিমের ছেলে ইকবাল হোসেন মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। অন্যদিকে বিপরীত দিক থেকে নালিতাবাড়ী শহরের দিকে আসছিল গরু বোঝাই একটি ভটভটি। এসময় কালিনগর-বাঘবেড় সড়ক মোড়ের কাছাকাছি পৌছলে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। একইসাথে মোটরসাইকেল থেকে ছিটকে ঘটনাস্থলেই প্রাণ হারায় মোটরসাইকেল চালক ইকবাল। দুর্ঘটনার পরপরই ভটভটি চালক পালিয়ে গেছে। খবর পেয়ে থানা পুলিশ ভটভটি জব্দ ও লাশ উদ্ধার করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেরপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ