Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বাসায় গিয়ে টিকা, ২ জন রিমান্ডে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ৬:৩৮ পিএম

নগরীর খুলশীতে বাসায় বসে টিকা নেয়ার ঘটনায় গ্রেফতার মো. হাসান ও মোবারক আলীকে রিমান্ডে নেয়া হয়েছে। বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালতে শুনানি শেষে তাদের ১দিন করে রিমান্ডের আদেশ দেয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। গত ৭ আগস্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মচারী বিষু দে’র মাধ্যমে টাকার বিনিময়ে বাসায় বসে করোনার টিকা নেন ওই দু’জন।

টিকা নেয়ার ছবি ফেইসবুকে দেয়ার পর বিষয়টি জানাজানি হয়। এরপর ৮ আগস্ট পুলিশ ওই দু’জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা হয়। টাকার বিনিময়ে বাসায় গিয়ে টিকা দেয়ার ঘটনায় চসিক কর্মচারী বিষু দেকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ