Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর বনানীতে বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে লাল মিয়া নামে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল (শনিবার) বিকেলে ২৫/এ নম্বর রোডের ৬/৮ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
ওই বাড়ির নিরাপত্তা কর্মী দেলোয়ার হোসেন জানান, স্থানীয় নাসির শিকাদারের ছেলের জন্মদিনের অনুষ্ঠানে বেলুন দিয়ে ঘর সাজানোর জন্য লাল মিয়াকে আনা হয়। বাসার সামনে বেলুন ফোলানোর সময় বেলা ২টার দিকে হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে লাল মিয়ার মুখমÐল, হাত ও বুক ঝলসে যায়। লাল মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৪টায় মারা যান লাল মিয়া। পুলিশ ও মেডিকেল সূত্র জানায়, প্রাথমিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ