Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ঈশ্বরদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ৪:১৯ পিএম

আজ ১২ আগস্ট দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার সাড়া গোপালপুর ইরকোন গেট থেকে মেঘলা খাতুন (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। সে ওই এলাকার আশিকুর রহমান আশিক এর স্ত্রী এবং পাকশী ইউনিয়ন এর সিভিল হাট এলাকার হাফিজুর রহমানের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মেঘলার সাথে সম্প্রতি আশিকের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে মেঘলাকে আশিক মারধর করা শুরু করে। প্রায়ই শারীরিক ও মানুষিক নির্যাতন করতো। এরই ধারাবাহিকতায় আজ ভোর রাতে মেঘলাকে নির্যাতন করে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের হুকের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করে। সংবাদ পেয়ে মেঘলার পিতা ও পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই আশিক পালিয়ে যায় এবং মোবাইল ফোন বন্ধ করে দেয়। বিষয়টি মেঘলার পিতা থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মেঘলার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে বলে থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ জানান, উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মামলা দায়ের করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রহস্যজনক মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ