Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীমনির নিরাপত্তা নিয়ে আতঙ্কিত তসলিমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ২:৪৩ পিএম

বেশ কিছুদিন ধরেই সংবাদের শিরোনামে পরীমনি। মাদক মামলায় গ্রেফতার অভিনেত্রী পরীমনির সমর্থনে প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ায় একের এক পোস্টে সরব রয়েছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন । এবার ফের পরীমনির হয়ে ফেসবুকে প্রশ্ন তুললেন তিনি। তার প্রশ্ন, ‘রিমান্ডে পরীমনিকে শারীরিক নির্যাতন করা হচ্ছে না তো? তার শ্লীলতাহানি করা হচ্ছে না তো?’

বুধবার রাতে দেয়া ফেসবুক পোস্টে পরীমনিকে সমর্থন করে তসলিমা লেখেন, ‘পরীমনি সমাজের অধিকাংশ মেয়ের মতোই ভুল মানুষের প্রেমে পড়ে। এক সাংবাদিকের প্রেমে পড়েছিল, তাকেই বিয়ে করবে ঘোষণা করেছিল। শেষ মুহূর্তে সে বিয়েটা ভেঙে দিতে সে বাধ্য হলো। কারণ সেই সাংবাদিক পরীমনির সিনেমার নিন্দে করেছিল, তাকে সিনেমা করতে বাধা দিচ্ছিল। এমন লোককে বিয়ে না করার সিদ্ধান্তটি পরীমনি ঠিক নিয়েছিল। এক পরিচালক তাকে বিয়ের প্রস্তাব দেওয়ায় সে হুট করে এক রাতের নোটিশে বিয়ে করে ফেলেছিল তাকে, পরদিন টনক নড়ে, এ লোক তো সুবিধের নয়। শেষ পর্যন্ত বাধ্য হলো ছাড়তে। সুদর্শন এক পুলিশ অফিসারের প্রেমে সাড়া দিয়েছিল। অফিসারটি বলেছিল, সে অবিবাহিত। পরে যখন জানতে পারে সে বিবাহিত, পরীমনি সরে আসে। মেয়ে, তার ওপর সুন্দরী, তাকে যে কতভাবে পুরুষেরা এক্সপ্লয়েট করে!’

আর এর পরক্ষণেই পরীমনির পুলিশি রিমান্ডে থাকা নিয়ে আশঙ্কা প্রকাশ করে তসলিমা প্রশ্ন তোলেন, ‘এই যে তাকে রিমান্ডে নিচ্ছে দিনের পর দিন, রিমান্ডে তো শুনেছি মানুষকে প্রচণ্ড নির্যাতন করা হয়। রিমান্ডে নিয়ে পরীমনিকে তো মানসিক নির্যাতন করা হচ্ছেই, শারীরিক নির্যাতন করা হচ্ছে না তো? ধর্ষণ করা হচ্ছে না তো?’

এখানেই শেষ নয়। আরও একটি পোস্টে বাংলাদেশের আইন কানুন নিয়েও কথা বলেছেন তিনি।

সেই পোস্টে তসলিমা লিখেছেন, ‘বাংলাদেশের মতো চরম সভ্য দেশে ক্রিমিনালের এতই অভাব, দুর্নীতির এতই অভাব, লুটপাট ধর্ষণ আর খুন খারাবির এতই অভাব যে একটি অল্প বয়সী শিল্পীকে সবচেয়ে ভয়ংকর ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তার ক্রাইম কী? তার বাড়িতে পার্টি হতো, সে মদ খেত , সে গরিব থেকে ধনী হয়েছে, কিছু লোকের সঙ্গে তার পরিচয় ছিল, কেউ তার প্রেমে পড়েছিল, কেউ তাকে গাড়ি গিফট করেছে (অবশ্য এক দিনের জন্য যে গাড়িটি সে শো রুমে থেকে এনেছিল টেস্ট ড্রাইভিং এর জন্য, টাকা দিতে অক্ষম বলে সেটি শো রুম ফেরত নিয়ে গেছে) । ধর ধর মার মার শুরু হয়ে গেছে। অসহায় মেয়েটিকে জ্যান্ত কবর দিয়ে দিচ্ছে দেশের তাবড় তাবড় মহাপুরুষেরা।’



 

Show all comments
  • Amar ১২ আগস্ট, ২০২১, ৩:০৪ পিএম says : 0
    She should shut up her mouth.
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ দলিলুর রহমান ১২ আগস্ট, ২০২১, ৩:১৫ পিএম says : 0
    পরিমনির দোষ কিসের মেয়ে হওয়ার কারনে এই অবস্থা এই অত্যাচার তার উপর সরকারের পশাসনের ভুমিকা মংগল জনক নয়,কেউ যদি তাকে জোর জবরদস্তি ভোগ করতে চায় এবং তাহার ইজ্জত নিয়ে টানাটানি করেন ,অবশ্যই সে আইনের আশ্রয় নিতে পারে,আইনের আশ্রয় নিতে গিয়ে প্রভাবশালী লোকের কারনে হয়রানি এবংকি অত্যাচার হবে,সেটা সরকার লক্ষ করা উচিত,আর তাসলিমা নাসরিন এই ভাবে জীবন শেষ করে লাভ কিশের আমি তার সাথী হতে আগ্রহী,আমার বার্তা তাসলিমা নাসরিনের নিকট পাঠানোর জন্য অনুরোধ রইল।
    Total Reply(0) Reply
  • মোঃ এমদাদুল হক ১২ আগস্ট, ২০২১, ১০:১২ পিএম says : 0
    জানিনা কোন কিছু ই আমি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারকা কেলেঙ্কারি

১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ