Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে দেখা মিলেছে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ১২:০৫ এএম

অ্যামাজন জঙ্গলে নতুন এক ব্যাঙের সন্ধান পেয়েছেন জার্মান গবেষক রাফায়েল আর্নস্ট। দীর্ঘদিন ব্যাঙ ও সাপের মতো উভচর ও সরীসৃপ প্রাণীদের নিয়ে কাজ করছেন তিনি। সম্প্রতি রাফায়েল আর্নস্ট এবং তার দল অ্যামাজনের জঙ্গলে খুঁজে পেয়েছেন ‘জোম্বি ব্যাঙ’। এই ব্যাঙের গায়ের রং গাঢ় কমলা। তার ওপর ছোট ছোট বিন্দু আছে। রাতের দিকে এ ধরনের ব্যাঙ কর্মচঞ্চল হয়ে ওঠে। মাটির তলায় গর্ত করে থাকে এই প্রজাতির ব্যাঙ।
রাফায়েল জানিয়েছেন, সন্ধ্যার পর জঙ্গলে ঢুকে তারা বৃষ্টির অপেক্ষা করতেন। বৃষ্টি শুরু হলেই খালি হাতে তারা গর্ত বানানোর কাজ চালাতেন। গোটা শরীর ভরে যেত মাটিতে। গর্ত খোঁড়ার আওয়াজের সঙ্গে তারা অপেক্ষা করতেন কখন ব্যাঙের ডাক শোনা যাবে। আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে শব্দ অনুসরণ করে তারা ব্যাঙের পেছনে ছুটতেন। আগেই তারা নতুন প্রজাতির ব্যাঙের আওয়াজ পেয়েছিলেন। কিন্তু চোখে দেখেননি। গর্ত করতে শুরু করার পরেই প্রথম তারা জোম্বি ব্যাঙের সন্ধান পান।
রাফায়েল জানান, নামে ‘জোম্বি’ থাকলেও আসলে নতুন প্রজাতির এই ব্যাঙ আচরণে ভয়ঙ্কর নয়। তা সত্তে¡ও তারা এই নাম দিয়েছেন, কারণ মাটিতে গর্ত করার সময় গবেষকদের জোম্বির মতো দেখতে লেগেছে। স্বভাবে নতুন প্রজাতির এই ব্যাঙ অত্যন্ত ‘ভালো’। তবে, খুব সতর্ক না হলে তাকে দেখতে পাওয়া মুশকিল। দ্রæত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে ব্যাঙটি। আর গায়ের রঙের জন্য মাটির সঙ্গে মিশে যায়।
জার্মান এই গবেষক জানান, অ্যামাজনের জঙ্গল দ্রæত নষ্ট হয়ে যাচ্ছে। জঙ্গল কেটে ফেলা হচ্ছে। নতুন প্রজাতির ব্যাঙটি কার্যত বিলুপ্তির পথে। দ্রæত ব্যবস্থা না নিলে একে আর বাঁচানো যাবে না। সূত্র : ডিডবিøউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ