Inqilab Logo

সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বপ্ন দেখালেন, রোমাঞ্চে ভাসাবেন

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপায় চোখ মেসির

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ১২:০৬ এএম

সব জল্পনা-কল্পনার অবসান, শেষ হয়েছে অপেক্ষা। পাঁচ দিনের ব্যবধানে আম‚ল বদলে যাওয়া প্রেক্ষাপটে লিওনেল মেসি এখন পিএসজির খেলোয়াড়। সাফল্যরাঙা ক্যারিয়ারের নতুন ধাপের শুরুতে দারুণ রোমাঞ্চিত আর্জেন্টাইন তারকা। বার্সেলোনার সঙ্গে চুক্তির প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর থেকেই মেসির পিএসজিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে চলছিল গুঞ্জন। সেসবকে সত্যি প্রমাণিত করে গতপরশু রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারের সঙ্গে চুক্তি করে গত এক দশকে লিগ ওয়ানের সফলতম দলটি।
মেডিকেল শেষে প্যারিসের স্থানীয় সময় রাত সোয়া ১০ টায় আনুষ্ঠানিকভাবে মেসির সঙ্গে দুই বছরের চুক্তির ঘোষণা দেয় পিএসজি। আনুষ্ঠানিকতা সেরে ক্লাবের ওয়েবসাইটে মেসি তার অনুভ‚তি জানান, ‘ক্যারিয়ারে নতুন একটি অধ্যায় পিএসজিতে শুরু করার ব্যাপারে আমি রোমাঞ্চিত। এই ক্লাবের সবকিছুই আমার ফুটবলের উচ্চাক্সক্ষার সঙ্গে মেলে। ক্লাবটির স্কোয়াড ও কোচিং স্টাফ কতটা শক্তিশালী, আমি জানি। এই ক্লাব ও এর সমর্থকদের জন্য বিশেষ কিছু করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। পার্ক দি ফ্রাঁসে (পিএসজির স্টেডিয়াম) মাঠে নামতে আমি মুখিয়ে আছি।’
লা লিগার বেঁধে দেওয়া আর্থিক ও কাঠামোগত নিয়মের বেড়াজালে পড়ে এবার বার্সেলোনা ছাড়তে হয় মেসিকে। অথচ বার্সেলোনার সঙ্গে মৌখিক চুক্তিটা আগেও হয়েছিল। ছুটি কাটিয়ে আনুষ্ঠানিক চুক্তি করতে গিয়েই জানলেন, বার্সায় আর থাকতে পারবেন না তিনি। পর পাঁচ দিনের দেন দরবার শেষে গতপরশু দিন যোগ দেন পিএসজিতে। রীতিমতো বীরোচিত সংবর্ধনা দিয়েই এ মহাতারকাকে স্বাগত জানায় প্যারিসবাসী। এবার শুরু হচ্ছে মেসির নতুন মিশন। যার শুরুটাও হয়েছে রাজসিক। পার্ক দি ফ্রাঁসের সবুজ গালিচায় প্রধমবারের মতো পা পড়ে ‘পিএসজির মেসি’র। নিজের পাওয়া ৩০ নম্বর জার্সি গায়ে বল পায়ে কিছুক্ষণ দেখান কারিকুরি। এরপরই আসে সেই মহেন্দ্রক্ষণ, প্যারিসের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। যেখানে সঙ্গী পিএসজি চেয়ারম্যান নাসের আল-খেলাইফি। তার সামনেই বিশ্বসেরা ফুটবলার দলটিকে স্বপ্ন দেখান চ্যাম্পিয়ন্স লিগ জয়ের।
এই মিশনে থাকছেন তার পুরনো সঙ্গী নেইমার ও বিশ্বকাপ জয়ী তরুণ এমবাপে। তাদের সঙ্গে শুরু করতে যেন তর সইছে না মেসির, ‘নেইমার ও এমবাপের সঙ্গে সঙ্গে খেলা হবে অসাধারণ। অবিশ্বাস্য স্বাক্ষর করা হয়েছে। আমি অনুশীলন এবং প্রতিযোগিতা শুরু করার জন্য খুবই রোমাঞ্চিত। আমি এটি সর্বোত্তমভাবে করব এবং এটি সবসময়ই দারুণ হবে।’ শুধু নেইমার ও এমবাপেই নন, নতুন সব সতীর্থদের সঙ্গে খেলার জন্য উদগ্রীব হয়ে আছেন তিনি, ‘আমি খুব খুশি। আমার চলে আসা খুব কঠিন ছিল। অনেক বছর হয়ে গেছে এবং এতো দিন পরে পরিবর্তন করা কঠিন। আমি এখানে আসার আনন্দও দারুণ। আমি অনুশীলন শুরু করতে চাই, আমি চাই এটি দ্রæত ঘটুক। আমি আর নিতে পারছি না। আমি আমার সহকর্মীদের এবং কোচিং স্টাফদের সাথে দেখা করতে মুখিয়ে আছি। নতু পর্যায়টি শুরু করার জন্য উন্মুখ।’
পিএসজিতে মেসির প্রধান লক্ষ্যই আরও একটি চ্যাম্পিয়ন্স লিগ জয়। আর পিএসজির সে সামর্থ্য রয়েছে বলেও মনে করেন রেকর্ড ছয় বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা, ‘এটি এমন একটি দল এতোগুলো স্বাক্ষর, (চ্যাম্পিয়ন্স লিগ জয়ের) এর জন্যই করা হয়েছে। আমি এখানে সাহায্য করতে এসেছি, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো এবং আগের চেয়ে বেশি উৎসাহ নিয়ে করবো। আমার লক্ষ্য হলো আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করা। আমার মনে হয় এর জন্য এটাই আদর্শ জায়গা।’
এছাড়া প্যারিসবাসীর এমন বিরচিত অভ্যর্থনার জন্য তাদের ধন্যবাদ জানাতে ভোলেননি এ আর্জেন্টাইন, ‘প্রেসিডেন্ট এবং লিওনার্দো আমার যা করেছে তার জন্য ধন্যবাদ জানাই। সবকিছু কত দ্রæত এবং সহজ ছিল। এতো অল্প সময়ে সব ঠিক করা কঠিন ছিল। আমি এখানে থাকতে পেরে খুশি এবং রোমাঞ্চিত। আমি জিততে চাই। পিএসজি একটি উচ্চাভিলাষী ক্লাব এবং আমরা সব কিছুর জন্য লড়াই করতে প্রস্তুত। আমি শিরোপা জিততে চাই, এজন্যই আমি এই ক্লাবে এসেছি। আমার আগমনে প্যারিসবাসীদের অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই। এটা সত্যিই অসাধারণ ছিল।’
ফুটবলের এই মহাতারকাকে দলে পেয়ে যেমন উচ্ছ¡সিত পিএসজি সমর্থকরা, তেমনি দারুণ খুশি ক্লাবটির কর্মকর্তারাও। পিএসজি চেয়ারম্যান নাসের আল-খেলাইফি যেমন বলেছেন, মেসিকে দলে পেয়ে তারা গর্বিত, ‘লিওনেল মেসি পিএসজিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি উচ্ছ¡সিত। আমরা তাকে ও তার পরিবারকে প্যারিসে আমন্ত্রণ জানাতে পেরে গর্বিত। শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রতিদ্ব›িদ্বতা করার এবং আরও ট্রফি জয়ের ইচ্ছার কথা সে বলেছে এবং আমাদের চাওয়াও ঠিক তাই। আশা করছি, এই দল আমাদের সারা বিশ্বে ছড়িয়ে থাকা সমর্থকদের জন্য ইতিহাস গড়বে।’
তবে ক্লাবটির হয়ে কবে মাঠে নামতে পারবেন তা এখনও জানেন না সাবেক বার্সা অধিনায়ক, ‘আমি জানি না কবে আমার অভিষেক হবে। এক মাসেরও বেশি সময় ধরে আমি খেলছি না। গতকাল পচেত্তিনো এবং কোচিং স্টাফদের সঙ্গে দেখা হয়েছে। আমাকে প্রস্তুতি নিতে হবে এবং ভালো হতে হবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব খেলতে চাই, কিন্তু আমি নির্দিষ্ট তারিখ বলতে পারছি না। এটা কোচিং স্টাফদের সিদ্ধান্ত।’
আগামী সোমবার লিগ ওয়ানে নিজেদের পরের ম্যাচে ঘরের মাঠে স্ত্রাসবুরের মুখোমুখি হবে গতবারের রানার্সআপরা। তবে নতুন দলের হয়ে মাঠে নামতে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে মেসিকে। কারণ গত ১০ জুন দেশের হয়ে হয়ে কোপা আমেরিকা জয়ের পর থেকে যে ফুটবল থেকে দূরে আছেন আর্জেন্টিনা অধিনায়ক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ