Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিএসজিতেও মেসির প্রাধান্য আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ১২:০৬ এএম

পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি সেরে ফেলেছেন লিওনেল মেসি। এখন ক্লাবটির হয়ে তার মাঠে নামার অপেক্ষা। ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তি করতে পরশুই প্যারিসে পা রাখেন মেসি। স্ত্রী ও সন্তানদের নিয়েই প্যারিসে এসেছেন তিনি। এদিন রাতেই তার সঙ্গে চুক্তি সেরে ফেলে পিএসজি। দুই বছরের এই চুক্তির সঙ্গে চাইলে মেয়াদটা আরও এক বছর বাড়াতে পারবেন মেসি। বহুল আলোচিত এ চুক্তিতে আর্জেন্টিনা দলকে নিয়ে একটি শর্ত রয়েছে। এই খবর জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। গতকালই তাঁকে নিয়ে প্রথম সংবাদ সম্মেলন করে পিএসজি।
আর্জেন্টাইন তারকা জানিয়েছেন, পিএসজির জার্সিতে মাঠে নামতে তিনি মুখিয়ে আছেন। এদিকে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এই চুক্তিপত্রে মেসির জাতীয় দল আর্জেন্টিনা নিয়ে একটি শর্ত দেওয়া আছে। তা জানলে খুশিই হবেন আর্জেন্টিনার সমর্থকেরা।
পিএসজিতে খেলাকালীন আর্জেন্টিনার খেলা থাকলে সেটি অফিশিয়াল কিংবা প্রীতি ম্যাচ যাই হোক- জাতীয় দলই হবে মেসির প্রাধান্যের জায়গা। আরও একটি শর্ত দিয়েছেন মেসি। পিএসজির নানা সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবেন আর্জেন্টিনা জাতীয় দলের চিকিৎসক দল। আর্জেন্টিনা দল নিয়ে মুন্দো আলবিসেলেস্তের প্রতিবেদক রয় নেইমারও এ দুটি শর্তের কথা জানিয়েছেন টুইট করে, ‘পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তিপত্রে একটি শর্ত রয়েছে, অফিশিয়াল কিংবা প্রীতি ম্যাচ এলে আর্জেন্টিনা দলই তার কাছে প্রাধান্য পাবে। এর পাশাপাশি আরেকটি শর্ত রয়েছে, আর্জেন্টিনা দলের চিকিৎসক দল পিএসজির নানা সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবেন।’
জাতীয় দলের হয়ে কিছুদিন আগেই প্রথম শিরোপার দেখা পেয়েছেন মেসি। ব্রাজিলের মাটিতে ফাইনালে স্বাগতিকদেরই হারিয়ে জিতেছেন কোপা আমেরিকা ট্রফি। এখন সেপ্টেম্বরে তার সামনে ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। ২ সেপ্টেম্বর ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ৫ সেপ্টেম্বর সাও পাওলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ চিরপ্রতিদ্ব›দ্বী ব্রাজিল। ৯ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।



 

Show all comments
  • Kazi Sharfaraz Mawla ১২ আগস্ট, ২০২১, ১:০২ এএম says : 0
    একদল দল বিশেষ সাপোর্টারদের। বিশ্ব ফুটবলে যেমন,সেভেন আপ সেভেন আপ বলে জার্মানির সাপোর্টার বোনে যান! এবার আসুন, তেমনি ক্লাব ফুটবলে মেসি মেসি বলে পিএসজির সাপোর্টার বোনে যাই। বলে রাখি,আমি কিন্তু পিএসজির সাপোর্টার নোই ।
    Total Reply(0) Reply
  • Zahid Provat ১২ আগস্ট, ২০২১, ১:০২ এএম says : 0
    বার্সা পাগল হয়ে গেছে। ওরা নেইমার, দানি আলভেস সবার সাথে ঝামেলা পাকিয়েছে!
    Total Reply(0) Reply
  • Amena Akther ১২ আগস্ট, ২০২১, ১:০৩ এএম says : 0
    বার্সা বরাবরই তাদের বিদেশি player গুলার সাথে এমন করে আসছে। পুরা দোষটা বার্সার। আজকে মেসি যদি spain এর নাগরিক হইত, তাহলে তার সাথে এমনটা কখনোই হইতোনা। ইনিয়েস্তা, জাভি দের মত এই ক্লাব থেকেই ক্যারিয়ার শেষ করতে পারতো।
    Total Reply(0) Reply
  • MD Shahalam ১২ আগস্ট, ২০২১, ১:০৩ এএম says : 0
    আমিও চাই মেসি পিএসজিতে না যাক। তারচেয়ে ম্যানচেস্টার ইউনাইটেড অথবা ইতালির যেকোনো ভালো ক্লাবে খেলুক।
    Total Reply(0) Reply
  • KaMrul Islam Picklo ১২ আগস্ট, ২০২১, ১:০৩ এএম says : 0
    মেসির কাছে বার্সার জন্য আবেগ ভালোবাসা থাকলেও বার্সার কাছে টাকাটাই মূখ্য
    Total Reply(0) Reply
  • মীর হুসাইন ১২ আগস্ট, ২০২১, ১:০৪ এএম says : 0
    বার্সাকে যেমন করে বেতন বাড়ানোর জন্য জ্বালাইছে মনে হইতাছে তার প্রতিশোধ নিতেছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ