মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিলাসবহুল ঘড়ির বিক্রি বেড়েছে ব্রিটেনে। শুধু ঘড়িই নয়, স্বর্ণালংকার বিক্রিও বেড়েছে। দীর্ঘদিন লকডাউনে ঘরে অবরুদ্ধ হয়ে থাকা বৃটিশরা যে সঞ্চয় করেছেন, তা এসব জিনিসপত্র কিনতে ব্যয় করছেন। আয়োজন চলছে বিয়ের। তাই এনগেজমেন্টের দামি আংটি কেনার ধুম পড়ে গেছে। এ খবর দিয়ে অনলাইন গার্ডিয়ান বলেছে, করোনা মহামারির আগে যে পরিমাণ বিক্রি হতো তার চেয়ে শতকরা ৪৩ ভাগ বেশি বিক্রি হচ্ছে রোলেক্স এবং ওমেগা ঘড়ি। ১লা আগস্ট পর্যন্ত ১৩ সপ্তাহে এই বিক্রি বৃদ্ধি পেয়েছে। রোলেক্স এবং ওমেগা সুইজারল্যান্ডে তৈরি ঘড়ি। এর চাহিদা বিশ্বজুড়ে। তেমনই আবেদন ব্রিটেনেও। যুক্তরাষ্ট্রেও বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে এরই মধ্যে। তবে ব্রিটেনে বিক্রি বৃদ্ধি পেয়েছে প্রভ‚ত। এর ফলে এসব ঘড়ির এক বছরের সঙ্গে অন্য বছরের বিক্রি দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৯ কোটি ৭৫ লাখ পাউন্ড। লেস্টারশায়ারভিত্তিক কোম্পানিটির খুচরা বিক্রেতা বিষয়ক প্রধান নির্বাহী ব্রায়ান ডাফি বলেছেন, ব্রিটেনে পর্যটকদের আনাগোনা এবং স্টোরে ক্রেতার সংখ্যা কম হওয়া সত্তে¡ও বিক্রি বৃদ্ধি পেয়েছে। ব্রিটেনে বৈদেশিক পর্যটকদের কাছে বিক্রি হয়েছে শতকরা মাত্র ৭ ভাগ। কিন্তু ২০১৯ সালে এই পরিমাণটা ছিল শতকরা ৩০ ভাগ। তিনি আরো বলেন, মানুষজন কেনাকাটা, বেড়ানো, ভ্রমণসহ বিভিন্ন প্রয়োজনে অর্থ জমা করেন। কিন্তু লকডাউন থাকার ফলে এসব খাতে তারা অর্থ খরচ করতে পারেননি। গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।