Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিশোধ নিতে সাপকে কামড়াতে গিয়ে মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ১২:০৬ এএম

ভারতের বিহারে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। সাপের দংশনের পর রামা মাহতো নামে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি প্রতিশোধ নিতে গিয়ে সাপকে কামড়ানোর চেষ্টা করেন। তবে ওই ব্যক্তি সাপের মাথায় কামড় দেওয়ার চেষ্টাকালে সাপটি তার মুখে ১০ বার কামড়ে দিয়েছে। ১২ ঘণ্টা পর সোমবার সকালে মুঙ্গের জেলার এই বাসিন্দার মৃত্যু হয়েছে। আত্মীয়ের বরাত দিয়ে স্থানীয় পুলিশ জানায়, মদ্যপ অবস্থায় শংখিনী জাতের বিষাক্ত সাপের একটি বাচ্চা মাহতোর পায়ে কামড় দেয়। এতে তিনি ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে সাপটিকে ধরে চিবুতে শুরু করেন। এসময় বাচ্চা সাপটি তার মুখে ১০ বারের বেশি কামড় দেয়। পুলিশ কর্মকর্তা আরও জানান, পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য মাহতোকে হাসপাতালে নিতে চেয়েছিলেন। কিন্তু তার দাবি এটি ছিল বাচ্চা সাপ ও বিষহীন। তাই হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান। ২০১৬ সালে বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার রাজ্যে মদ্যপান নিষিদ্ধ করেছিলেন। স্পুটনিক নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ