Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারকে ৫ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ১২:০৬ এএম

করোনা মহামারিতে বিপর্যস্ত মিয়ানমারকে মানবিক সহায়তা হিসেবে পাঁচ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে থাইল্যান্ডকেও ৫০ লাখ ডলার দেওয়া হবে। মিয়ানমারে সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে পালানো মানুষদের যেসব দাতব্য সংস্থা স্বাস্থ্যসেবা, খাদ্য, আশ্রয়ণ ও পানি সরবরাহ করছে তাদেরকেই পাঁচ কোটি ডলার দেওয়া হবে। তিনি বলেন, ‘এই তহবিল ক্রমবর্ধমান মানবিক চাহিদার একটি গুরুত্বপূর্ণ সময়ে দেওয়া হচ্ছে এবং থাইল্যান্ড ও বার্মার মানুষদের জীবনে কোভিড -১৯ এর প্রভাব হ্রাসে সাহায্য করবে।’ গত পহেলা ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ