Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসসালামু আলাইকুম, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ১২:০৬ এএম

একটি রোবট। নাম ‘ডেল্টা রোবট’। ইন্দোনেশিয়ায় করোনা আক্রান্ত বা স্বেচ্ছা আইসোলেশনে থাকা ব্যক্তিদের কাছে পৌঁছে দিচ্ছে খাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী। তাদের দরজায় গিয়ে সালাম দিচ্ছে- ‘আসসালামু আলাইকুম। এ ডেলিভারি ইজ হেয়ার। গেট ওয়েল সুন’। ভাবতে পারেন ব্যাপারটা! বার্তা সংস্থা রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে, এই রোবটের ডিজাইন করেছেন ইন্দোনেশিয়ার গ্রামবাসী এবং বিজ্ঞানীরা। এরপর ব্যবহৃত জিনিসপত্র দিয়ে মজা করে বাড়িতে তৈরি করা হয়েছে এই রোবট। মজা করে বা আনন্দের জন্য তৈরি করা হলেও মহামারিকালে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ডেল্টা রোবট। নতুন নতুন কাজে তাকে ব্যবহার করা হচ্ছে। ইন্দোনেশিয়া করোনা ভাইরাসে তছনছ হয়ে গেছে। সেখানে স্বেচ্ছায় আইসোলেশনে থাকা অধিবাসীদের কাছে খাদ্য পৌঁছে দিচ্ছে এই রোবট। আর সঙ্গে বিনিময় করছে হাসি। ফলে মানুষের সঙ্গে রোবটের গড়ে উঠেছে এক মধুর বন্ধন। বাড়িঘরে পাওয়া যায় এমন সব জিনিসপত্র যেমন, নানা রকম পট বা পাত্র, প্যান এবং পুরনো টেলিভিশনের মনিটর ব্যবহার করা হয়েছে এতে। ইন্দোনেশিয়ায় যেহেতু ভয়াবহভাবে করোনা ভাইরাস আক্রমণ করেছে, তার প্রেক্ষিতে এর নামকরণ হয়েছে ‘ডেল্টা রোবট’। রোবটটি তৈরির প্রকল্পে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আসেয়ান্তো (৫৩)। তিনি বলেন, যেহেতু নতুন ডেল্টা ভ্যারিয়েন্ট এবং করোনা ভাইরাসের দ্রæত বিস্তার ঘটছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই রোবটকে জনসেবায় ব্যবহারের জন্য। যেমন জীবাণুমুক্ত করতে স্প্রে করার কাজে, যেসব মানুষ স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন তাদের কাছে খাদ্য পৌঁছে দেয়া এবং অন্যান্য প্রয়োজন মেটানোর কাজ করছে সে। রোবটটির মাথা তৈরি করা হয়েছে একটি রাইস কুকার দিয়ে। ১২ ঘন্টা চার্জ থাকে এমন একটি রিমোট কন্ট্রোল দিয়ে একে পরিচালনা করা হয়। তেমবোক গেডে গ্রামে বেশ কিছু রোবট বানানো হয়েছে। তার মধ্যে এই ‘ডেল্টা রোবট’ অন্যতম। এই গ্রামটি প্রযুক্তির সৃষ্টিশীল ব্যবহারের জন্য এরই মধ্যে সুনাম কুড়িয়েছে। রোবটটি আইসোলেশনে থাকা কোনো ব্যক্তির বাসার সামনে রাস্তায় গিয়ে থামে। তখন এর স্পিকার থেকে সালাম দেয়া হয়- আসসালামু আলাইকুম। তারপর জানানো হয়- ‘এ ডেলিভারি ইজ হেয়ার। গেট ওয়েল সুন’। অর্থাৎ আপনার জন্য একটি পণ্যের ডেলিভারি এখানে পৌঁছে গেছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। এই গ্রামটি ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহৎ শহর এবং পূর্ব জাভা প্রদেশের রাজধানী সুরাবায়ার ভিতরে। সেখানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সংক্রমণ এক মাস ধরে বিধ্বংসী রূপ নিয়েছে। বর্তমানে এশিয়ায় করোনা ভাইরাসের এপিসেন্টার হয়ে উঠেছে ইন্দোনেশিয়া। কমপক্ষে ৩৬ লাখ ৮০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন কমপক্ষে এক লাখ ৮ হাজার মানুষ। পুরো দেশে মোট জনসংখ্যা ২৭ কোটি। রোবটটি সম্পর্কে আসেয়ান্তো বলেন, ডেল্টা রোবটটি একেবারেই সাধারণ। যখন আমরা এটি বানালাম, তখন এতে ব্যবহার করেছি আশপাশে পরিত্যক্ত সব ব্যবহৃত জিনিসপত্র। এর নিচের অংশে আমরা ব্যবহার করেছি একটি খেলনা গাড়ির চেসিস- এ কথা বলেছেন ইঞ্জিনিয়ারিং লেকচারার বেনজির ইমাম আরিফ মুত্তাকিন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ