Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মুম্বাইসহ ভারতের ১২ শহর তলিয়ে যাবে, সতর্ক নাসার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ১২:০৬ এএম

ভারতে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা ঘনিয়ে আসছে। এ নিয়ে সতর্কবার্তা দিয়েছে নাসা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছতে পারে যে, এই শতকের শেষে ভারতের মুম্বাই, চেন্নাই, কোচি ও বিশাখাপত্তনমসহ ১২ উপক‚লীয় শহর তিন ফুট পানির তলায় চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খবর আনন্দবাজারের। বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার কী পরিবর্তন হচ্ছে তা নিয়ে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের (আইপিসিসি) রিপোর্টকে ব্যাখ্যা করেছে নাসা। দেশের ১২টি এমন শহরকে চিহ্নিত করেছে নাসা যেখানে আবহাওয়ার দ্রæত পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার প্রবল আশঙ্কা তৈরি হচ্ছে। ১৯৮৮ সাল থেকে প্রতি ৫-৭ বছর অন্তর পৃথিবীর আবহাওয়া সংক্রান্ত কী কী পরিবর্তন ঘটছে তার ওপর নজরদারি চালায় এই সংস্থা। বিশেষ করে উষ্ণতার পরিবর্তন, বরফের আচ্ছাদন, গ্রিনহাউস গ্যাস এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো বিষয়গুলোর ওপর। উপগ্রহ চিত্র এবং নানা বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সম্পর্কিত তথ্য সংগ্রহ করে আইপিসিসি। শহরগুলোর মধ্যে পানির স্তর কান্ডলায় ১ দশমিক ৮৭ ফুট, ওখায় ১ দশমিক ৯৬ ফুট, ভাবনগরে ২ দশমিক ৭০ ফুট, মুম্বাইয়ে ১ দশমিক ৯০ ফুট, মার্মাগাঁওয়ে ২ দশমিক ০৬ ফুট, ব্যাঙ্গালুরুতে ১ দশমিক ৮৭ ফুট, কোচিনে ২ দশমিক ৩২ ফুট, পারাদ্বীপে ১ দশমিক ৯৩ ফুট, খিদিরপুরে ০ দশমিক ৪৯ ফুট, বিশাখাপত্তনমে ১ দশমিক ৭৭ ফুট, চেন্নাইয়ে ১ দশমিক ৮৭ ফুট, তুতিকোরিনে ১ দশমিক ৯ ফুট পর্যন্ত বাড়তে পারে। আইপিসিসির রিপোর্ট বলছে, গোটা বিশ্বে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার গড় বৃদ্ধির তুলনায় এশিয়া মহাদেশে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রæত হারে বাড়ছে। আগে যেখানে ১০০ বছরে পানির স্তরের যে পরিবর্তন দেখা যেত, সেখানে ২০৫০-এর মধ্যে প্রতি ৬ থেকে ৯ বছরের মধ্যে এক বার সেই পরিবর্তন দেখা দিতে পারে। ওই রিপোর্টে বলা হয়েছে, একবিংশ শতাব্দীজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে উপক‚লীয় অঞ্চলগুলোতে। ফলে উপক‚লবর্তী নিচু এলাকাগুলো ঘন ঘন প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দেবে। শুধু তাই নয়, পানির স্তর বৃদ্ধির ফলে উপক‚ল অঞ্চলগুলো ভাঙনের শিকার হবে। আবহাওয়ার পরিবর্তন আঞ্চলিকভাবেও নানা পরিবর্তন ঘটাতে পারে। কোথাও বৃষ্টি বেশি হতে পারে, কোনও অঞ্চলে আবার খরার প্রকোপ দেখা দিতে পারে, কোথাও আবার তুষারপাতের মাত্রা বাড়তে পারে। এমন নানা পরিবর্তন লক্ষ করা যেতে পারে। ২০০৬-১৮ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নিয়ে যে সমীক্ষা করা হয়েছে তাতে দেখা গেছে, গোটা বিশ্বে প্রতি বছর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা গড় বৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৭ মিলিমিটার। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ