Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাঁশখালীতে কয়লাবিদ্যুৎকেন্দ্রে চীনা কর্মী নিখোঁজ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ৮:৩৯ পিএম

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লাবিদ্যুৎকেন্দ্রের একজন চীনা কর্মী নিখোঁজ হয়েছেন। বুধবার দুপুর থেকে তার সন্ধান মিলছে না বলে জানান বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা। রাত সোয়া ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান মেলেনি বলে ইনকিলাবকে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির।

তিনি বলেন, ওই চীনা নাগরিক সাগরতীরে পাইপ লাইন বসানোর কাজ করছিলেন। শোনা যাচ্ছে এ সময় তিনি সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। তবে প্রকৃত ঘটনা কী তার তদন্ত শুরু হয়েছে। একইসাথে ওই শ্রমিকের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

বিদ্যুৎকেন্দ্র থেকে অভিযোগ করা হয় দুপুর থেকে তাকে বিদ্যুৎকেন্দ্রে পাওয়া যাচ্ছে না। জি কুইনজেন (৩৪) নামের ওই শ্রমিক ওই কেন্দ্রে পাইপ বসানোর কাজে নিয়োজিত মাউমিং কোম্পানির উপ-ঠিকাদার সিপিপি কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি কয়লাবিদ্যুৎকেন্দ্রে সাগরপাড়ে পাইপলাইনে কাজ করতেন। যথারীতি সকালে কাজ করতে গেলেও দুপুরে আর ফেরেনি।

শ্রমিক নিখোঁজ সম্পর্কে এস এস পাওয়ার প্ল্যান্টের প্রধান সমন্বয়ক ফারুক আহমেদ সাংবাদিকদের বলেন, বেলা একটার পর থেকে জি কুইনজেনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজে বের করতে তার সহকর্মীসহ বিদ্যুৎকেন্দ্রের লোকজন তল্লাশি চালিয়ে যাচ্ছে।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ১২ আগস্ট, ২০২১, ৪:৪০ এএম says : 0
    তদন্ত করে সঠিক তথ্য দেওয়া হউক।
    Total Reply(0) Reply
  • আঃ রহমান ১২ আগস্ট, ২০২১, ৬:৩৬ এএম says : 0
    সব কাজ চিনারা করলে, দাদারা কি করবে? তাই, কমপক্ষে নিখোঁজের কাজটা আপাততঃ!
    Total Reply(0) Reply
  • সেলিম ১৩ আগস্ট, ২০২১, ১২:১০ এএম says : 0
    আমি মনে করি এগুলো র এর কাজ
    Total Reply(0) Reply
  • মোঃ জাহাঙ্গীর আলম ১৩ আগস্ট, ২০২১, ৫:০০ এএম says : 0
    ভারতের র এ কাজে জড়িত কি না গোয়েন্দা সংস্থার অনুসন্ধান করা জরুরি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনা কর্মী নিখোঁজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ