Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিলেটে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড ২২ জনে, শনাক্ত ৫৫৭

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ৩:৪৯ পিএম

গত ২৪ ঘণ্টায় করোনার ছোবলে ২২ জনের প্রাণহানি হয়েছে সিলেটে। নিকট অতীতের সক রেকর্ড ভেঙ্গে গেছে এ পরিসংখ্যানে। একই সময়ে নতুন করে ৫৫৭ জনের দেহে শনাক্ত হয়েছে করোনা। এ সময়ে নতুন মৃত্যুবরণকরাদের সিলেট ১১ জন, হবিগঞ্জ ২ জন, মৌলভীবাজারে ১ জন এবং আরও ৮ জনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আজ বুধবার (১১ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন এ তথ্য। একই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছিলো ১৯১৭ টি। সে হিসেবে শনাক্তের হার ২৯ দশমিক ০৬ শতাংশ। এদিকে নতুন শনাক্তদের মধ্যে সিলেট ২৭৬ জন, সুনামগঞ্জে ৬৩, হবিগঞ্জে ৬১ ও ১১৪ জনের করোনা শনাক্ত হয় মৌলভীবাজারে। এছাড়াও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৪৭ শত ১১ জন। যার সর্বোচ্চ সিলেট ২৫ হাজার ২ শত ১১ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৪ শত ৭৫ জন, হবিগঞ্জে ৫ হাজার ৬ শত ৮৪ জন, ৬ হাজার ৭ শত ৩০ জন মৌলভীবাজারে। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৩ হাজার ৯ শত ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের দেওয়া তথ্যমতে সিলেটে মোট প্রাণহানি হয়েছে ৮৪৪ জনের। এর সর্বোচ্চ সিলেট ৬২০ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৪২ জন, মৌলভীবাজারে ৬৬ জন এবং ৫৭ জনের প্রাণহানি হয়েছে করোনায় চিকিৎসাধীন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৭১৫ জন সিলেট বিভাগে। আর নতুন করে আরও ৮২ জন ভর্তি হয়েছেন হাসপাতালে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ