বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরায় কমেছে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন একজন। আর ২৭২ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ৩৭ জন। সংক্রমণের হার নমুনা পরীক্ষার শতকরা ১৩.৬০ শতাংশ।
মারা যাওয়া ব্যাক্তির নাম মাজেদ গাজী (৬৫)। তিনি তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের কেরামত গাজীর ছেলে।
বুধবার (১১ আগষ্ট) দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সাতক্ষীরায় এ পর্যন্ত করোনা উপসর্গে মারা গেছেন ৬৫২ জন। আর করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন ৯৮ জন।
এছাড়া, করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪৮ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ১৩ জন পজিটিভ। অন্যরা উপসর্গে আছেন। গত ২৪ ঘন্টায় ২৩ জন নতুন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়িতে গেছেন ২৭ জন। আইসিইউতে রয়েছেন ৮ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।