Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আরো ১২ জনের মৃত্যু শনাক্ত ৭৭২

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ৮:৪০ এএম

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ১২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন আরো ৭৭২ জন।
এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ৯৪ জনে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ৬৭৯ জনে। বুধবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষায় ৭৭২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তের হার ২১দশমিক ৭৭ শতাংশ। নতুন আক্রান্তের মধ্যে মহানগরীর বাসিন্দা ৪৪৪ ও উপজেলার ৩২৮ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৮ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৯২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৪৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৮৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৯ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৪১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।এ ছাড়া জেনারেল হাসপাতালে চারজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৪৫ জন, অ্যান্টিজেন টেস্টে ৮০ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ