Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৃথক দুই মামলায় দু’জনের ফাঁসি আপিলে বহাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় এক আসামিকে এবং স্ত্রী হত্যার পৃথক মামলায় আরেক আসামির মৃত্যুদন্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ পৃথক দু’টি রায় ঘোষণা করেন। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
যৌতুকের জন্য নিজের স্ত্রী মাসুদা খাতুনকে হত্যার অভিযোগে করা মামলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বটবাটা গ্রামের স্বামী মো: আব্দুল লতিফকে মৃত্যুদন্ড দেন সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি নিয়ে হাইকোর্ট আব্দুল লতিফের মৃত্যুদন্ড বহাল রাখেন। এ রায়ের বিরুদ্ধে লতিফ জেল আপিল করেন সুপ্রিম কোর্টে। আবেদন খারিজ করে করে আসামির মৃত্যুদন্ড বহাল রাখেন আপিল বিভাগ।
আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী সৈয়দ মুহাইমেন বকস কল্লোল। এছাড়া ২০০৮ সালের ২৭ সেপ্টেম্বর রাতে তারাবির নামাজের সময় ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ ও গলাটিপে হত্যা করে শাহিদুল ইসলাম শেখ। ওই রাতেই গ্রামবাসী শাহিদুলকে আটক করে শিশুটির লাশ উদ্ধার করে। পরদিন নিহতের মা জীবননেসা বাদী হয়ে মামলা করলে পুলিশ শাহিদুলকে গ্রেফতার করে। এ মামলার বিচার শেষে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৩ সালের ২ জানুয়ারি শাহিদুলকে মৃত্যুদন্ড দেন। এ রায়ের বিরুদ্ধে করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি নিয়ে হাইকোর্ট শাহিদুলের মৃত্যুদন্ড বহাল রাখেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শাহিদুল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জেল আপিল করেন। আপিল খারিজ করে আসামির মৃত্যুদন্ড বহাল রাখেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ