Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মায়ের হৃদয় এমনই হয়!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

মা বিড়াল কাছে টেনে নিয়েছে অনাথ কাঠবিড়ালির সন্তানদের। সযতেœ লালন করছে তাদের। রক্ষা করছে বিপদ থেকে। ইউক্রেনের রাজধানী ক্রিমিয়ার একটি চিড়িয়াখানা সাক্ষী আছে এমনই এক অদ্ভুত সম্পর্কের।
কাঠবিড়ালির বাচ্চা ও মা বিড়ালের সম্পর্কের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিও দেখার পর থেকে নেটাগরিকদের মন ছুঁয়েছে। ক্রিমিয়ার বাখিসরায় মিনিয়েচার পার্কে তখন সদস্য সন্তান জন্ম দিয়েছে পার্কের বাসিন্দা বেড়াল পুশা।
একদিন সকালে পার্কে একটি বাক্সে কয়েকটি অনাথ কাঠবিড়ালিকে নিয়ে আসেন একজন। কী ভাবে মায়ের মমতায় ভরিয়ে তোলা যায় ওই কাঠবিড়ালি সন্তানদের। এমন কথা ভাবতে ভাবতে বুদ্ধি খেলে যায় পার্ক পরিচালকদের মাথায়। তারা সদ্য মা হওয়া বিড়ালের কাছে রেখে দেন কাঠবিড়ালিদের।
প্রাথমিক বাধা কাটিয়ে মা বিড়ালটি মেনেও নেয় তাদের। এখন বেড়াল আর কাঠবিড়ালি একই সঙ্গে বড় হচ্ছে চিড়িয়াখানায়। সেই মধুর সম্পর্কের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। সূত্র : ইউএসএ টুডে, ইউরো নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ