মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানকে রক্ষা করা দেশটির নিরাপত্তা বাহিনীর দায়িত্ব বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। সোমবার তালেবান সীমান্ত শহর ও বাণিজ্যিক রুটগুলোসহ দেশটির ষষ্ঠ প্রাদেশিক রাজধানীর দখল নেওয়ার পর যুক্তরাষ্ট্র এ মন্তব্য করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিন বিদ্রোহী গোষ্ঠীটি আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সামানগান প্রদেশের রাজধানী আইবাকের নিয়ন্ত্রণ নেয়। আইবাকের আইনপ্রণেতা জিয়াউদ্দিন জিয়া বলেন, “এই মুহূর্তে পুলিশ সদরদপ্তর ও প্রাদেশিক গভর্নরের কম্পাউন্ড নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আফগান বাহিনীগুলোর সঙ্গে লড়াই করছে তালেবান।
তালেবানের কাছে রাজধানীর অনেক এলাকার পতন হয়েছে।” শুক্রবার থেকে রোববারের মধ্যে তালেবান আফগানিস্তানের তিনটি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নেয়; এগুলো হচ্ছে, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নিমরোজের জারাঞ্জ, উত্তরাঞ্চলীয় প্রদেশ সার ই পুল প্রদেশের সার ই পুল এবং উত্তরপূর্বাঞ্চলীয় তাখার প্রদেশের তালোকান। এরপর তারা উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দুজের রাজধানী কুন্দুজ ও দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের লস্কর গা দখল করে নেয়। তালেবানের একের পর এক প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নেওয়াতে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন কিন্তু বিদ্রোহী এই গোষ্ঠীটির সঙ্গে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর লড়াই করার ক্ষমতা আছে বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) মুখপাত্র জন কিরবি মন্তব্য করেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এরা তাদের সামরিক বাহিনী, এগুলো তাদের প্রাদেশিক রাজধানী, তাদের জনগণকে তাদেরই রক্ষা করতে হবে, এই বিশেষ মূহুর্তে এই অবস্থা থেকে তারা বের হয়ে আসতে ইচ্ছুক কিনা তা তাদের নেতৃত্বের ওপর নির্ভর করছে।” আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীগুলো লড়াই চালিয়ে যেতে না পারলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কি করতে পারে, এমন প্রশ্নে কিরবি বলেন, “বেশি কিছু করার নেই।”
প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক মিশন ৩১ আগস্ট শেষ হবে। আফগানিস্তানের জনগণকেই তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে জানিয়ে যুক্তরাষ্ট্রের আরেক প্রজন্মকে ২০ বছর ধরে চলা ওই যুদ্ধে ঠেলে দেবেন না বলে বলে মন্তব্য করেছেন বাইডেন। পরিচয় না প্রকাশ করার শর্তে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের প্রথমদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বাইডেনকে সতর্ক করে বলেছিল, সৈন্য প্রত্যাহার করে নিলে প্রাদেশিক রাজধানীগুলোর পতন হতে পারে; কিন্তু তালেবান এত তাড়াতাড়ি সেগুলোর মধ্যে কয়েকটির দখল নিয়ে নেওয়ায় তারাও বিস্মিত হয়ে আছেন। শুক্রবার থেকে রোববারের মধ্যে তালেবান তিনটি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নেওয়ার সময় যুক্তরাষ্ট্র কিছু বিমান হামলা চালিয়েছিল, একটি হামলায় শুধু কিছু সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছিল। কিন্তু তালেবান কুন্দুজ দখল করে নেওয়ার সময় আফগান বাহিনীগুলো তাদের কাছে কোনো ধরনের সমর্থন চায়নি বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।