Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার মহাকাশের কক্ষপথে বিজ্ঞাপনের বিলবোর্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

বিশ্বের বিভিন্ন শহর বিজ্ঞাপনের বিলবোর্ডের দখলে। বলা চলে শহরগুলো ঢেকে যাচ্ছে বিলবোর্ডে। একাধিক ব্র্যান্ডের আত্মপ্রকাশের ফলে জায়গা সংকটও দেখা দিয়েছে। ফলে অনেকেই ভার্চুয়াল বিলবোর্ডে ঝুঁকছে। কিন্তু যদি বিজ্ঞাপনী বিলবোর্ড মহাকাশের কক্ষপথে দেখা যায়, কেমন হবে? মহাকাশচারী ও ধনকুবেরদের পর এবার মহাকাশের কক্ষপথে জায়গা দখল করতে যাচ্ছে বিজ্ঞাপনী বিলবোর্ড। শিগগিরই ক্রিপ্টোকারেন্সি দিয়ে এই বিলবোর্ড কেনা যাবে।

কানাডার গবেষণা প্রতিষ্ঠান জিওমেট্রিক এনার্জি করপোরেশন (জিইসি)-এর সঙ্গে যৌথভাবে একটি স্যাটেলাইট নির্মাণ করছে এলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। কিউবস্যাট নামের এমন স্যাটেলাইট মহাকাশ গবেষণায় এতদিন ব্যবহৃত হয়েছে। এই স্যাটেলাইটের এক পাশে পিক্সেলেটেড স্ক্রিন থাকবে। যেখানে বিজ্ঞাপন, লোগো ও শিল্প প্রদর্শন করা হবে। স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটে চড়ে কক্ষপথে যাবে কিউবস্যাট। চাঁদে পৌঁছার আগে কক্ষপথে স্যাটেলাইটটিকে রেখে যাবে ফ্যালকন ৯। কক্ষপথে পৌঁছার পর কিউবস্যাটে সংযুক্ত সেলফি স্টিক পুরো ডিসপ্লে স্ক্রিন রেকর্ড করবে। এই ফুটেজ ইউটিউব বা টুইচে সরাসরি প্রচারিত হবে। ২০২২ সালের শুরুতে উৎক্ষেপণের জন্য কিউবস্যাটের সূচি নির্ধারণ করা হয়েছে। গিজমডো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ